রেখাজি বাড়িতে আমন্ত্রণ করেছেন, আর কী বললেন 'হীরামাণ্ডি'র গায়িকা বর্ণালী ? - Barnali Chattopadhyay Interview

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 7:41 PM IST

Updated : May 24, 2024, 8:31 PM IST

thumbnail
খোলামেলা আড্ডায় বর্ণালী চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

Barnali Chattopadhyay Interview: 'হর হর ব্যোমকেশ' থেকে 'আসছে আবার শবর'-এ শোনা গিয়েছিল বর্ণালী চট্টোপাধ্যায়ের কণ্ঠ । আর এ বার সরাসরি বলিউডে পা রাখলেন বাংলার মেয়ে বর্ণালী । সঞ্জয় লীলা বনশালির প্রথম ওয়েব সিরিজ 'হীরামাণ্ডি'তে একটি নয়, তিনটি গান গেয়েছেন তিনি । ‘সইয়াঁ হটো যাও তুম বরে উহ হো !’ কিংবা ‘ফুল গেন্দেওয়া না মারো' বা ‘আজাদি’ - তাঁর কণ্ঠ আজ ভাইরাল । বর্ণালীর গানে মজেছে দুনিয়া । মজেছেন রেখা থেকে আশা ভোঁসলে । এমনকী তাঁকে বড়িতে আমন্ত্রণও জানিয়েছেন রেখাজি, জানালেন বর্ণালী স্বয়ং । তাঁকে আশীর্বাদ করেছেন আশা ভোঁসলে ।

'হীরামাণ্ডি'তে ব্যবহৃত ঠুমরির এমনই মহিমা যে, নতুন প্রজন্মও এখন তাতে বুঁদ হয়ে রয়েছে । এখানেই শেষ নয়, পরিচালক সঞ্জয় লীলা বনসালিও বর্ণালীর গানে মুগ্ধ । আগামীতেও বর্ণালীর সঙ্গে কাজ করার কথা পাকা করে রেখেছেন সঞ্জয় লীলা বনসালি । 'হীরামাণ্ডি'তে কণ্ঠের জাদু দেখানোর পর থেকে শুভেচ্ছার দরিয়ায় ভেসেছেন গায়িকা । মাত্র সাড়ে তিন বছর বয়স থেকে গানের তালিম শুরু বর্ণালীর । যে সফর অব্যাহত রাখতে নিয়মিত অনুশীলনে অভ্যস্ত তিনি । নিজের গান, সঞ্জয় লীলা বনসালির সঙ্গে কাজ নিয়ে ইটিভি ভারতের সঙ্গে বিস্তর আড্ডা দিলেন বর্ণালী চট্টোপাধ্যায় ।

Last Updated : May 24, 2024, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.