ETV Bharat / state

উত্তর দিনাজপুরে কোরোনায় আক্রান্ত আরও 38

author img

By

Published : May 29, 2020, 5:06 PM IST

38 new corona cases reported in North dinajpur
j

রায়গঞ্জের 31 জন ও ইসলামপুরের 7 জন কোরেনায় আক্রান্ত হলেন । তাঁদের গৃহবন্দী থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।

রায়গঞ্জ , 29 মে : উত্তর দিনাজপুর জেলায় কোরোনায় আক্রান্ত হলেন আরও 38 জন ৷ তাঁরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক ৷ 38 জনের মধ্যে 31 জন রায়গঞ্জ মহকুমার বাসিন্দা । বাকি সাতজন ইসলামপুর মহকুমার বাসিন্দা ৷ এই নিয়ে জেলায় আক্রান্তদের সংখ্যা বেড়ে হল 135 ৷

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এবং ইসলামপুর মহকুমার পরিযায়ী শ্রমিকদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল মালদা এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । ওই পরিযায়ী শ্রমিকদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছিল প্রশাসন । তার মধ্যে 10 দিন পেরিয়ে গিয়েছে । আজ সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের 30 জন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও 8 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ যদিও হাসপাতালে না এসে তাঁদের বাড়িতেই গৃহবন্দী থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগের কর্তারা ।

জেলা স্বাস্থ্য বিভাগের দাবি, এই 38 জনের সোয়াবের নমুনা নেওয়ার পর 10 দিন পেরিয়ে গিয়েছে । সেই কারণেই তাঁদের বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.