ETV Bharat / bharat

নিখোঁজ শিশুর দেহ মিলল স্কুলের নর্দমায়, ক্ষোভে অগ্নিগর্ভ এলাকা - STUDENT BODY FOUND IN SCHOOL

author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 4:41 PM IST

নিSTUDENT BODY FOUND IN SCHOOLখোঁজ শিশুর দেহ উদ্ধার হল স্কুলেরই নর্দমা থেকে ৷ এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা ৷ পটনার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন অভিভাবকরা ৷

ETV BHARAT
ক্ষোভে অগ্নিগর্ভ এলাকা (নিজস্ব চিত্র)

পটনা, 17 মে: চার বছরের নিখোঁজ ছাত্রের দেহ মিলল স্কুলের নর্দমা থেকে ৷ পটনার দিঘা থানা এলাকার একটি বেসরকারি স্কুলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ শিশুটির মৃত্যুর জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে বিক্ষোভে সামিল হন অভিভাবক ও স্থানীয়রা ৷ রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে অবরোধ ৷

নিখোঁজ শিশুর দেহ উদ্ধার: শিশুটি বৃহস্পতিবার সকালে স্কুলে গিয়েছিল ৷ তবে ছুটির পর সে আর বাড়ি ফেরেনি ৷ সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু করে তার পরিবার ৷ স্থানীয় থানায়ও নিখোঁজ ডায়েরি করা হয় ৷ স্থানীয় থানার পুলিশও শিশুটির খোঁজ করে তাকে কোথাও খুঁজে পায়নি ৷ এরপর পরিবারের সদস্যরা ছেলেকে কোথাও না পেয়ে আবারও স্কুলে গিয়ে চড়াও হন ৷ এর পরে গভীর রাতে স্কুলের নর্দমা থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয় ।

ক্ষোভে স্কুলে আগুন: কয়েক ঘণ্টা ধরে খোঁজখবরের পর স্কুলের নর্দমা থেকে শিশুটির দেহ উদ্ধার হওয়ায় ক্ষোভে ফেটে পরে তার পরিবার ৷ স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে স্কুলে আগুন ধরিয়ে দেয় তারা ৷

স্কুলের বিরুদ্ধে অভিযোগ: স্কুল কর্তৃপক্ষ ওই পরিবারকে বলেছিল যে শিশু তার বাড়িতে চলে গিয়েছে । অথচ পরিবারের সদস্যরা জানান, শিশুটির খোঁজে তাঁরা স্কুলের আশপাশে তল্লাশি চালানোর সময় স্কুল চত্বরের একটি কক্ষের কাছে পৌঁছে যান । তার পাশেই একটি নর্দমা ছিল ৷ সেটি খুলে নর্দমার ভেতর থেকে উদ্ধার হয় শিশুটির মৃতদেহ ৷ ফলে স্কুলের বিরুদ্ধে শিশুদের প্রতি গাফিলতির অভিযোগ এনেছে পরিবার ৷

ETV BHARAT
বিক্ষোভ স্থানীয়দের (নিজস্ব চিত্র)

তদন্তে পুলিশ: শিশুটির দেহ উদ্ধারের পর আজ সকাল থেকে এই নিয়ে তুমুল বিক্ষোভ শুরু করেন তার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ৷ ক্ষোভে তাঁরা টায়ারে আগুন ধরিয়ে পথ অবরোধ করেন । ওই ছাত্রকে খুনের অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে । স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং মামলার তদন্ত শুরু হয়েছে ৷

সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে দিঘা থানার প্রধান ব্রজেশ কুমার সিং বলেন যে, "নিরীহ শিশুর দেহ উদ্ধার করা হয়েছে । দেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে এবং স্থানীয় লোকজনকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে ।"

আরও পড়ুন:

  1. বারান্দায় পড়ে দুই বোনের রক্তাক্ত দেহ, উঠছে খুনের অভিযোগ
  2. বিবাহবার্ষিকীর পরদিন স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার স্বামী
  3. স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদে মারধরের অভিযোগ! তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.