ETV Bharat / sports

2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে গ্রিক স্ট্রাইকার দিয়ামানতোকোস - East Bengal - EAST BENGAL

East Bengal New Footballer: লাল-হলুদ শিবিরে নয়া ফুটবলার ৷ গ্রিস স্ট্রাইকারকে 2 বছরের জন্য দলে নিল ইস্টবেঙ্গল ৷ এই নিয়ে কী বলছেন কোচ কার্লেস কুয়াদ্রাত ?

East Bengal
লাল হলুদ শিবিরে গ্রিক স্ট্রাইকার দিয়ামানতোকোস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 10:45 PM IST

কলকাতা, 14 জুন: জল্পনা এখন বাস্তব । সরকারি সিলমোহর লাগানো । ইস্টবেঙ্গলে দিমিত্রিয়স দিয়ামানতোকোস । আইএসএলের সোনার বুট জয়ী স্ট্রাইকার দু'বছরের জন্য লাল হলুদ জার্সি পরছেন । কেরালা ব্লাস্টার্সের হয়ে গত দু'বছরে 44টি ম্যাচ খেলেছেন গ্রিসের এই স্ট্রাইকার । 28টি গোল রয়েছে । 2012 সালে নিজের দেশের জার্সিতে অনূর্ধ্ব 19 দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ।

সেই বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্স হয়েছিল গ্রিস । পরবর্তী সময়ে গ্রিসের একাধিক পেশাদার ক্লাবে খেলেছেন দিয়ামানতোকোস । আইএসএলে 13টি ছাড়াও কলিঙ্গ সুপার কাপে তিনটি গোল করেছিলেন । তাঁকে দলে নেওয়ার জন্য বেশ কয়েকটি ক্লাব আগ্রহী থাকলেও বাজিমাত লাল হলুদের । এই বিষয়ে কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, "দিয়ামানতোকোসের যোগদানের দলের আক্রমণ ভাগ শক্তিশালী হবে । আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে । তাঁকে আমরা রাজি করাতে পেরেছি দলে যোগদান করার ব্যাপারে । একাধিক ক্লাবের প্রস্তাব থাকলেও দিয়ামানতোকোস ইস্টবেঙ্গলকেই বেছে নিয়েছেন ।"

সবুজ-মেরুনে শেষ হাবাস যুগ, মোহনবাগানের নয়া কোচ মোলিনা

গত মরশুমে ক্লেটন সিলভার উপর নির্ভরতায় ছিল ইস্টবেঙ্গল । গোল করার প্রকৃত বক্স স্ট্রাইকার ছিল না । নতুন মরশুমে সেই অভাব দূর হল দিয়ামানতোকোসের যোগদানে । লাল হলুদ জার্সি পরার সুযোগ পেয়ে খুশি গ্রিসের এই স্ট্রাইকার । বলছেন," প্রত্যেকেই জানে ইস্টবেঙ্গল এশিয়ার সবচেয়ে বড় সমর্থকপুষ্ট ক্লাব । আমি সেই দলের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছি । দলের সাফল্যের জন্য নিজেকে নিংড়ে দেব ।"

এর আগে সওল ক্রেসপোকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে ইস্টবেঙ্গল । হিজাজি মাহের এবং ক্লেটন সিলভা রয়েছেন । অপেক্ষায় জর্ডন এলসেও । আরও একজন বিদেশিকে সই করাতে চলেছে লাল হলুদ । ভারতীয় ফুটবলারদের মধ্যে আপুইয়াকে সই করানো হয়েছে বলে খবর । এছাড়াও অ্যালেক্স সাজিকে দলে নেওয়া কার্যত নিশ্চিত করে ফেলেছে । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ইতিমধ্যে জানিয়েছেন তারা শক্তিশালী দল গঠন করছেন । যা আইএসএলে সুপার সিক্সে পৌঁছতে পারবে । সুপার কাপ ধরে রাখতে পারবে । দিয়ামানতোকোসের চুক্তি সেই ভালো দল গড়ার দিকে বড় পদক্ষেপ নিঃসন্দেহে ।

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি নবীকরণ, আরও দু'বছর লাল-হলুদে ক্রেসপো

কলকাতা, 14 জুন: জল্পনা এখন বাস্তব । সরকারি সিলমোহর লাগানো । ইস্টবেঙ্গলে দিমিত্রিয়স দিয়ামানতোকোস । আইএসএলের সোনার বুট জয়ী স্ট্রাইকার দু'বছরের জন্য লাল হলুদ জার্সি পরছেন । কেরালা ব্লাস্টার্সের হয়ে গত দু'বছরে 44টি ম্যাচ খেলেছেন গ্রিসের এই স্ট্রাইকার । 28টি গোল রয়েছে । 2012 সালে নিজের দেশের জার্সিতে অনূর্ধ্ব 19 দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ।

সেই বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্স হয়েছিল গ্রিস । পরবর্তী সময়ে গ্রিসের একাধিক পেশাদার ক্লাবে খেলেছেন দিয়ামানতোকোস । আইএসএলে 13টি ছাড়াও কলিঙ্গ সুপার কাপে তিনটি গোল করেছিলেন । তাঁকে দলে নেওয়ার জন্য বেশ কয়েকটি ক্লাব আগ্রহী থাকলেও বাজিমাত লাল হলুদের । এই বিষয়ে কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, "দিয়ামানতোকোসের যোগদানের দলের আক্রমণ ভাগ শক্তিশালী হবে । আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে । তাঁকে আমরা রাজি করাতে পেরেছি দলে যোগদান করার ব্যাপারে । একাধিক ক্লাবের প্রস্তাব থাকলেও দিয়ামানতোকোস ইস্টবেঙ্গলকেই বেছে নিয়েছেন ।"

সবুজ-মেরুনে শেষ হাবাস যুগ, মোহনবাগানের নয়া কোচ মোলিনা

গত মরশুমে ক্লেটন সিলভার উপর নির্ভরতায় ছিল ইস্টবেঙ্গল । গোল করার প্রকৃত বক্স স্ট্রাইকার ছিল না । নতুন মরশুমে সেই অভাব দূর হল দিয়ামানতোকোসের যোগদানে । লাল হলুদ জার্সি পরার সুযোগ পেয়ে খুশি গ্রিসের এই স্ট্রাইকার । বলছেন," প্রত্যেকেই জানে ইস্টবেঙ্গল এশিয়ার সবচেয়ে বড় সমর্থকপুষ্ট ক্লাব । আমি সেই দলের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছি । দলের সাফল্যের জন্য নিজেকে নিংড়ে দেব ।"

এর আগে সওল ক্রেসপোকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে ইস্টবেঙ্গল । হিজাজি মাহের এবং ক্লেটন সিলভা রয়েছেন । অপেক্ষায় জর্ডন এলসেও । আরও একজন বিদেশিকে সই করাতে চলেছে লাল হলুদ । ভারতীয় ফুটবলারদের মধ্যে আপুইয়াকে সই করানো হয়েছে বলে খবর । এছাড়াও অ্যালেক্স সাজিকে দলে নেওয়া কার্যত নিশ্চিত করে ফেলেছে । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ইতিমধ্যে জানিয়েছেন তারা শক্তিশালী দল গঠন করছেন । যা আইএসএলে সুপার সিক্সে পৌঁছতে পারবে । সুপার কাপ ধরে রাখতে পারবে । দিয়ামানতোকোসের চুক্তি সেই ভালো দল গড়ার দিকে বড় পদক্ষেপ নিঃসন্দেহে ।

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি নবীকরণ, আরও দু'বছর লাল-হলুদে ক্রেসপো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.