ETV Bharat / state

বর্ষার আগেই ডেঙ্গির 'ডেন থ্রি' ভ্য়ারিয়েন্টের সন্ধান, আক্রান্ত 3 - Dengue Awareness

author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 5:10 PM IST

Dengue awareness: বর্ষার আগেই ডেঙ্গির বাড়বাড়ন্ত কালচিনি ব্লকে! 'ডেন থ্রি' ভ্য়ারিয়েন্টের হদিস মিললো কালচিনিতে। 3 জনের শরীরে 'ডেন থ্রি' ভ্য়ারিয়েন্টের সংক্রমণের প্রমাণ মিলেছে । এই ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর থেকে শুরু করে ব্লক প্রশাসন। চলছে ডেঙ্গি রোধের সচেতনতা বৃদ্ধির নানা প্রচেষ্টা ৷

Dengue awareness
ডেঙ্গির 'ডেন থ্রি' ভ্য়ারিয়েন্টের সন্ধান (নিজস্ব চিত্র)

ডেঙ্গির 'ডেন থ্রি' ভ্য়ারিয়েন্টের সন্ধান (নিজস্ব প্রতিনিধি)

আলিপুরদুয়ার, 17 মে: ডেঙ্গি বাড়বাড়ন্ত কালচিনি ব্লকে ! ডেঙ্গির 'ডেন থ্রি' ভ্য়ারিয়েন্ট হদিস মিলেছে এই এলাকায়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে স্বাস্থ্য দফতর থেকে শুরু করে ব্লক প্রশাসন । জানা গিয়েছে, শুধুমাত্র কালচিনি ব্লকেই ডেঙ্গি আক্রান্ত 44 জন, যার মধ্যে 3 জনের শারীরে 'ডেন থ্রি' ভ্যারিয়েন্টের উপস্থিতির প্রমাণ মিলেছে ৷

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আলিপুরদুয়ারে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 52, যার মধ্যে 44 জন রোগীর সন্ধান মিলেছে কালচিনি ব্লকেই । ব্লকে এখনও পর্যন্ত সর্বাধিক জেঙ্গি আক্রান্ত কালচিনি গ্রাম পঞ্চায়েতে (14)। 3 জনের শরীরে 'ডেন থ্রি' ভ্য়ারিয়েন্টের সংক্রমণের প্রমাণ মিলেছে । ডেঙ্গি রুখতে পুরোপুরি ময়দানে নেমে পড়েছে কালচিনি ব্লক প্রশাসন। ডেঙ্গি নিয়ে সচেতনতা অবলম্বন না করলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে ব্লক প্রশাসনের তরফে।

নুতন এই 'ডেন থ্রি' ভ্য়ারিয়েন্টের হদিস মিলতেই ডেঙ্গি রুখতে তোড়জোড় শুরু করে দিয়েছে স্বাস্থ্য দফতর ও কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকরা। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এর আগেও কালচিনি ব্লকে ডেঙ্গি আক্রান্তদের মধ্যে 'ডেন টু' ভ্য়ারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছিল । ফলে কেউ ডেঙ্গি আক্রান্ত হলে সঠিক চিকিৎসায় অধিকাংশ রোগী বাড়িতেই সুস্থ হয়ে যেতেন । এবার কালচিনি ব্লকের 30 জন ডেঙ্গি আক্রান্তের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে 3 জনের শরীরে 'ডেন থ্রি' ভ্য়ারিয়েন্টের সন্ধান মিলেছে ।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রতিদিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায়, এই ভাইরাস তার প্রকৃতি পাল্টাচ্ছে ৷ কখনও কখনও তা রোগীর উপর মারাত্মক প্রভাব ফেলছে ৷ এই পরিস্থিতিতে ডেঙ্গি নিয়ে চিন্তায় পড়েছে স্বাস্থ্য দফতর ও কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকরা। বর্ষার আগেই কালচিনি ব্লকে চোখ রাঙাচ্ছে এই মশাবাহিত রোগ। ঘটনা প্রসঙ্গেই কালচিনির ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সিদ্ধার্থ মণ্ডল জানান, কালচিনিতে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্ত অনেকের শরীরে ডেঙ্গির নতুন ভ্য়ারিয়েন্টের সংক্রমণের প্রমাণ মিলেছে ।

এদিকে, কালচিনি বিডিও মিঠুন মজুমদার বলেন, "সকলকেই বোঝানো হচ্ছে, আগামিদিনে কেউ সচেতন না হলে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কোনও নাগরিকের উদাসীনতার কারণে বাকিদের রোগের মুখে ঠেলে দিতে পারি না ৷"

আরও পড়ুন:

  1. গর্ভাবস্থায় ডেঙ্গি ? বিপদ এড়িয়ে সুস্থ থাকার পথ বললেন চিকিৎসক
  2. বসন্তেও বাড়ছে ডেঙ্গির সংক্রমণ, রাজ্যে আক্রান্তের সংখ্যা 400 পেরল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.