ETV Bharat / state

Saayoni Ghosh: ইডির ডাক এড়িয়ে গলসিতে প্রচারে সায়নী, নির্বাচনের পর হাজিরা দেওয়ার প্রতিশ্রুতি

author img

By

Published : Jul 5, 2023, 6:58 PM IST

Updated : Jul 5, 2023, 7:16 PM IST

Saayoni Ghosh
Saayoni Ghosh

বুধবার পূর্ব বর্ধমানের গলসিতে নির্বাচনী প্রচারে অংশ নেন তৃণমূলের সায়নী ঘোষ ৷ অথচ তাঁর এদিন ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু তিনি জানিয়েছেন, নির্বাচনের পরে তিনি হাজিরা দেবেন ৷

পূর্ব বর্ধমানের গলসিতে নির্বাচনী প্রচারে তৃণমূলের সায়নী ঘোষ

গলসি, 5 জুলাই: ইডির ডাক এড়িয়ে গলসিতে পঞ্চায়েত ভোটের প্রচারে এলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ । যা নিয়ে জলঘোলা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে । প্রশ্ন উঠছে, যেখানে ইডি আধিকারিকদের 5 জুলাই বুধবার নিজে হাজিরা দেওয়ার কথা বলেছিলেন সায়নী, সেখানে কীভাবে হাজিরা এড়িয়ে প্রচারে এলেন । ফলে তদন্তে অসহযোগিতার তত্ত্বও উড়িয়ে দিচ্ছে না ইডি আধিকারিকেরা ।

বুধবার দুপুরে পূর্ব বর্ধমানের গলসিতে পঞ্চায়েত ভোটের প্রচারে আসেন সায়নী ঘোষ । গলসি বাজারে রোড শো-তে অংশ নেন তিনি । হাজিরা দিতে না গিয়ে পঞ্চায়েতের প্রচারে কেন ? এই প্রশ্নে কিছুটা বিরক্তির সুরে সায়নী ঘোষ বলেন, ‘‘হাজিরা দিতে গেলে কি এখানে থাকতাম ?’’ এরপরেই পালটা প্রশ্ন করে বলেন, ‘‘তাহলে প্রচার কে করবে ? আপনি ?’’

Saayoni Ghosh
পূর্ব বর্ধমানের গলসিতে প্রচারে সায়নী ঘোষ

ইডির কাছে হাজিরা প্রসঙ্গে তিনি জানান, ইডিকে নথিপত্র পাঠিয়ে দিয়েছেন ৷ ইডিকে জানিয়ে দিয়েছেন অনলাইনে কিংবা ভার্চুয়ালি যদি কথা বলা যায়, তাহলে তিনি রাজি আছেন । নির্বাচনের মাত্র দু’দিন বাকি । যুব সভানেত্রী হিসেবে তাঁর কিছু দায়দায়িত্ব আছে । নির্বাচনের ফল ঘোষণার পরে যতবার তাঁকে ডাকা হবে, সশরীরে তিনি হাজিরা দেবেন ।

আরও পড়ুন: কুন্তলের হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে প্রশ্ন শুনে অস্বস্তিতে সায়নী, দাবি ইডি সূত্রের

ইডি সূত্রে জানা গিয়েছে, সায়নী ঘোষ ইডির আধিকারিকদের যে নথিপত্র জমা দিয়েছেন, সেই নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে । পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ত থাকার জন্য তিনি ইডির কাছে যেতে পারছেন না বলে জানিয়েছেন । পঞ্চায়েত নির্বাচনের পরে তিনি সময় চেয়েছেন । এদিকে ইডির দাবি, আজ 5 জুলাই বুধবার ইডির দফতরে হাজির হওয়ার কথা সায়নী নিজেই ইডিকে জানিয়েছিলেন ।

গত শুক্রবার সায়নী ঘোষকে জেরা করার পরে ফের 3 জুলাই সোমবার ইডি তাঁকে আসতে বলেছিল । কিন্তু সায়নী ঘোষ নিজেই সোমবারের পরিবর্তে বুধবার অর্থাৎ 5 জুলাইয়ের সময় চেয়ে নেন । ইডির আধিকারিকেরা সেটা মেনে নেন । তাহলে যেখানে নিজে তিনি 5 জুলাই হাজিরা দেওয়ার কথা বলেছেন, অথচ হাজিরা না দিয়ে কীভাবে নির্বাচনী প্রচারে চলে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলছে ইডি । বিষয়টিকে তদন্তে অসহযোগিতার সামিল মনে করছেন আধিকারিকেরা ।

Saayoni Ghosh
পূর্ব বর্ধমানের গলসিতে প্রচারে সায়নী ঘোষ

অন্যদিকে সাংবাদিকদের সায়নী ঘোষ বলেন, ‘‘যেকোনও কেন্দ্রীয় সংস্থার সঙ্গে, তদন্তকারী এজেন্সির সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে চাই । কারণ আমি বুঝতে পারি যেকোনও রকমের ইনভেস্টিগেশন খুব গুরুত্বপূর্ণ । তবে আমি আগেরবারও তাদের বলেছিলাম, আজকেও চিঠি মারফত তাদেরকে জানিয়েছি নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত আমাকে সময় দিতে । তারপরে যদি সশরীরে আমাকে উপস্থিত হতে হয় আমি এক একশোবার হব ।’’

আরও পড়ুন: কুন্তলের দেওয়া 20 লক্ষ টাকায় কেন ফ্ল্যাট বুক সায়নীর, জানতে চায় ইডি

তিনি আরও বলেন, ‘‘কিছু তথ্য ওরা চেয়েছিলেন । আমি পাঠিয়ে দিয়েছি । আমি আশাবাদী সেই তথ্য তাঁরা যাচাই করবেন, তারপর আমি তো রয়েছি । এছাড়া আমি তাঁদের জানিয়েছি আমাকে ফোন করলেই পাওয়া যাবে, অনলাইনেও পাওয়া যাবে । সম্পূর্ণভাবে তাঁদেরকে সহযোগিতা করব । ইডি ডাকলেই আমি যাব । 48 ঘণ্টার নোটিশে আমাকে ডেকে পাঠিয়ে 11 ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় । আমি তাঁদের সম্পূর্ণ সহযোগিতা করেছি । মিডিয়ার মাধ্যমে অনুরোধ করতে চাই 11 জুলাই পর্যন্ত একটু আমাকে সময় দেওয়া হোক ।’’

Last Updated :Jul 5, 2023, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.