ETV Bharat / state

Saayoni Ghosh: কুন্তলের দেওয়া 20 লক্ষ টাকায় কেন ফ্ল্যাট বুক সায়নীর, জানতে চায় ইডি

author img

By

Published : Jun 29, 2023, 4:52 PM IST

Saayoni Ghosh
Saayoni Ghosh

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি কুন্তল ঘোষ ৷ তিনি তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে ফ্ল্যাট বুকিংয়ের জন্য 20 লক্ষ টাকা দিয়েছিলেন বলে ইডি জানতে পেরেছে ৷ কেন এই টাকা সায়নী নিলেন কুন্তলের থেকে, জানতে চায় ইডি ৷

কলকাতা, 29 জুন: অভিনয় জগতে পরিচিত নাম সায়নী ঘোষ ৷ 2021 থেকে তিনি বঙ্গ রাজনীতিতেও যথেষ্ট পরিচিত ৷ এখন তিনি তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী ৷ তাঁকেই নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বুধবার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কী এমন তথ্য ইডির তদন্তকারীরা পেলেন যে তার জন্য তৃণমূলের এই যুবনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে হবে ?

ইডির আধিকারিকরা স্বাভাবিকভাবেই মুখে কুলুপ এঁটেছেন ৷ তবে তদন্তকারীদের একটি সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, কুন্তল ঘোষ ও সায়নী ঘোষের মধ্যে আর্থিক লেনদেনের কিছু তথ্যপ্রমাণ তাঁরা পেয়েছেন ৷ সেই কারণে এই অভিনেত্রীকে তলব করা হয়েছে ৷

আরও পড়ুন: মিলেছে সায়নী-কুন্তলের হোয়াটসঅ্যাপ চ্যাট, অভিনেত্রীকে ডেকে পাঠাল ইডি

সায়নী-কুন্তলকে নিয়ে ইডির হাতে তথ্যপ্রমাণ: কী সেই তথ্যপ্রমাণ ? ইডি সূত্রে খবর, দক্ষিণ কলকাতার বিক্রমগড়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কুন্তল ঘোষ নিজে বুক করে দিয়েছিলেন সায়নীর জন্য ৷ সেই ফ্ল্যাটটি বুক করা হয়েছিল 20 লক্ষ টাকা দিয়ে । এই 20 লক্ষ টাকা দেওয়ার জন্য একটি অভিজাত গাড়িতে স্বশরীরে গিয়ে প্রোমোটারের সঙ্গে দেখা করেছিলেন কুন্তল ও সায়নী । ইতিমধ্যেই ফ্ল্যাট বুকিংয়ের যাবতীয় তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, কুন্তল ঘোষও তৃণমূলের যুব নেতা ৷ তাঁকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে ৷ গ্রেফতারির প্রায় মাস দুয়েক পর তাঁকে তৃণমূল সাসপেন্ড করে ৷ ফলে একই দলে থাকার সূত্রেই কুন্তল ও সায়নীর পরিচয় বলে মনে করছেন তদন্তকারী ৷ কিন্তু তাঁরা জানতে চান, কেন কুন্তল ঘোষের তরফ থেকে সায়নী ঘোষকে ফ্ল্যাট বুকিং করে দেওয়া হল ? বুকিংয়ের 20 লক্ষ টাকা কোথা থেকে পেলেন কুন্তল ?

আরও পড়ুন: কুন্তলের চিঠি নিয়ে তোলপাড় রাজ্য, মুখে কুলুপ পার্থর

ইডির তদন্তকারীদের দাবি:, বিক্রমগড়ের ওই ফ্ল্যাটটির আনুমানিক বাজার মূল্য প্রায় দু’কোটি টাকা । তাই সায়নী ঘোষ কেন কুন্তল ঘোষের থেকে টাকা নিলেন এবং তা কোন কোন খাতে খরচ করলেন, তার বিশদ তথ্য জানতে চান তদন্তকারীরা । এছাড়াও জানা গিয়েছে, সায়নী ঘোষের একাধিক ছবিতে কুন্তল ঘোষ বিনিয়োগ করেছিলেন বলেও তদন্তকারীরা জানতে পেরেছেন ৷ শুধু বিক্রমগড়ের বিলাসবহুল ফ্ল্যাট নয় । বরং সায়নী ও কুন্তলের যৌথ সম্পত্তিও থাকলে থাকতে পারে । সেই বিষয়েও জানতে চান ইডির গোয়েন্দারা ৷

তদন্তকারীদের অনুমান, কুন্তল ঘোষ যে টাকা সায়নীকে দিয়েছিলেন, তা নিয়োগ দুর্নীতি থেকেই তিনি পেয়েছিলেন ৷ সেই বিষয়টি সম্পর্কে সায়নী কতটা অবগত ? তাঁরও কি নিয়োগ দুর্নীতিতে কোনও যোগ রয়েছে, আপাতত সেগুলো খতিয়ে দেখতেই সায়নীর সঙ্গে কথা বলা অত্যন্ত জরুরি বলে তদন্তকারীরা জানাচ্ছেন । আর সেই জন্যই আগামিকাল শুক্রবার তাঁকে সকাল 11টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ যদিও এই বিষয়ে সায়নী ঘোষের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

আরও পড়ুন: কুন্তলের সূত্রে লোকসভার প্রাক্তন স্পিকারের ট্রাস্টের নাম জড়িয়ে গেল নিয়োগ দুর্নীতিতে

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, শুধু সায়নী ঘোষ নয় ৷ বরং আরও একাধিক ব্যক্তি এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন ৷ একে একে তাঁদেরও তলব করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.