ETV Bharat / state

WBJEE Results 2023: কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে জয়েন্টে তৃতীয় ও পঞ্চমের

author img

By

Published : May 26, 2023, 9:10 PM IST

দু'জনেই দুর্গাপুরের বাসিন্দা ৷ আবার দু'জনেই কম্পিউটার সায়েন্স নিয়ে ভবিষ্যতে পড়তে চান ৷ সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তৃতীয় সারা মুখোপাধ্যায় ও পঞ্চম অয়ন গোস্বামী ৷

ETV Bharat
জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় ও পঞ্চম স্থানাধিকারী

জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় ও পঞ্চম স্থানাধিকারীর বক্তব্য

দুর্গাপুর, 26 মে: প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ৷ মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলার ওন্দা থানা এলাকার সারা মুখোপাধ্যায় । বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের এই ছাত্রী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট 471 নম্বর পেয়েছে । উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান না পেলেও জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকায় তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন সারা ৷ বাঁকুড়ার বাসিন্দা হলেও দুর্গাপুরের একটি বেসরকারি কোচিং সেন্টারে পড়াশোনা করতেন । সেই কারণেই বিগত বেশ কয়েকবছর ধরে দুর্গাপুরের সেপকো টাউনশিপে পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতেই থাকতেন সারা ৷

পরীক্ষার ফলাফল নিয়ে সারার বক্তব্য, "আমি টপ 10-এ থাকব এটা আশা করেছিলাম প্রথম থেকেই ৷ কিন্তু তৃতীয় হব ভাবিনি ৷ ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করতে চাই ৷ জুন মাসের 4 তারিখে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের ফল প্রকাশিত হবে । সেই দিকেই তাকিয়ে রয়েছি আপাতত ।"

সারাদিনে 12 থেকে 14 ঘণ্টা পড়াশোনা করতেন বলে জানিয়েছেন সারা ৷ ভবিষ্যতের পরীক্ষার্থীদের জন্য তাঁর বার্তা, "প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে পড়তে হবে । নিজের লক্ষ্য স্থির রাখতে হবে ৷ প্রত্যেকটি বিষয়কে সঠিকভাবে বুঝতে হবে । তাহলেই সাফল্য আসবে ।"

অন্যদিকে, সারার মতো দুর্গাপুরে সেপকো টাউনশিপেরই বাসিন্দা অয়ন গোস্বামী ৷ দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র তিনি । বাড়ির সামনের এই স্কুল থেকেই তাঁর পড়াশোনা শুরু । এখান থেকেই উচ্চমাধ্যমিক পাশ আর তারপর জয়েন্ট এন্ট্রান্স ৷ ভালো ফল আশা করলেও পঞ্চম স্থান পাবেন তা ভাবেননি অয়ন ৷ স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে একটি বেসরকারি জয়েন্ট এন্ট্রান্স কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষিকারাও তাঁকে যথেষ্ট সহায়তা করেছে বলে জানান জয়েন্ট এন্টান্স পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করা অয়ন । পরিবার-সহ পাড়ার হাসিখুশি ছেলের এই সাফল্যে খুশি সেপকো টাউনশিপ এলাকার বাসিন্দারাও । পড়াশোনা ছাড়াও অবসর সময়ে দাবা এবং প্রতিদিন বিকেল হলেই ফুটবল খেলতে যেতেন অয়ন । তাঁর কথায়,"গণিত বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই । ইচ্ছে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার ।"

আরও পড়ুন : জয়েন্টে চতুর্থ মেদিনীপুরের সৌহার্দ্যর তিন নম্বরের জন্য স্থান হয়নি উচ্চমাধ্যমিকের মেধাতালিকায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.