ETV Bharat / state

WBJEE Results 2023: জয়েন্টে চতুর্থ মেদিনীপুরের সৌহার্দ্যর তিন নম্বরের জন্য স্থান হয়নি উচ্চমাধ্যমিকের মেধাতালিকায়

author img

By

Published : May 26, 2023, 6:13 PM IST

Updated : May 26, 2023, 6:24 PM IST

WBJEE Results 2023
WBJEE Results 2023

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় চতুর্থ হয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র সৌহার্দ্য দণ্ডপাট ৷ উচ্চমাধ্যমি পরীক্ষায় মেধাতালিকায় জায়গা হয়নি তাঁর ৷

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় চতুর্থ হয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র সৌহার্দ্য দণ্ডপাট

মেদিনীপুর ও কলকাতা, 26 মে: 2023 সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মেধাতালিকায় জায়গা পেয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র সৌহার্দ্য দণ্ডপাট ৷ তিনি এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় চতুর্থ হয়েছেন ৷ আর তাতেই খুশির হাওয়া মেদিনীপুরের ধর্মা এলাকা-সহ কলেজিয়েট স্কুলে । উচ্চমাধ্যমিকে মাত্র তিন নম্বরের জন্য মেধাতালিকায় জায়গা করে নিতে পারেননি তিনি । তবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করলেন তিনি ।

উল্লেখ্য, মেদিনীপুর শহরের ধর্মা সংলগ্ন বিবেকানন্দ নগরের বাসিন্দা পেশায় প্রাক্তন সেনা অফিসার প্রণব দণ্ডপাট । তাঁর স্ত্রী শ্রাবণী দণ্ডপাট একজন গৃহবধূ । পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের একমাত্র ছেলে সৌহার্দ্য শৈশব থেকেই মেধাবী । মেদিনীপুর কলেজিয়েট স্কুলেরই ছাত্র সৌহার্দ্য বরাবরই বিদ্যালয়ে প্রথম কিংবা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছেন । এবার উচ্চমাধ্যমিকেও ভালো ফলাফল করেছে সোহার্দ্য । এবারের উচ্চমাধ্যমিকে তিনি পেয়েছেন 484 নম্বর ৷ তিনি অবশ্য স্কুলে দ্বিতীয় হয়েছেন ৷ তাঁর স্কুলের সর্বোচ্চ নম্বর 485 ৷

সৌহার্দ্য আপাতত আইআইটির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন । তাঁর ইচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যাডভান্স নিয়ে আইআইটি থেকে পড়াশোনা করার । আগামী 4 জুন সেই পরীক্ষা আছে বলে জানিয়েছেন তাঁর বাবা-মা । সেই দিকেই মনোনিবেশ করেছেন মেদিনীপুর শহরে এক মধ্যবিত্ত পরিবারের সন্তান সৌহার্দ্য ।

সোহার্দ্য দণ্ডপাট বলেন, ‘‘খুবই খুশি হয়েছি ৷ কিন্তু অবাক হইনি ৷ কারণ, ভেবেছিলাম প্রথম দশে থাকব ৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রথম বড় পরীক্ষা ছিল ৷ তাই বলে ভয় পাইনি ৷ স্যরেরা সঠিকভাবে পথ দেখিয়েছেন ৷ কোনও রুটিন ছিল না ৷ তবে দিনের পড়াটা দিনে শেষ করেছি ৷’’

এই বিষয়ে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের বাংলা বিভাগের শিক্ষক দীপঙ্কর সন্নিগ্রাহী জানান, সৌহার্দ্য পঞ্চম শ্রেণী থেকেই তাঁদের স্কুলের ছাত্র । লেখাপড়াই যেমন সে ভালো, তেমনি আবৃত্তিতে অত্যন্ত ভালো । সৌহার্দ্য অত্যন্ত বিনয়ী ৷ পড়াশোনায় একাগ্রতা ওকে অনেক দূর নিয়ে গিয়েছে ৷ তাই তিনি সৌহার্দ্যের ভবিষ্যতের সাফল্য কামনা করেছেন ।

আরও পড়ুন: এবার জয়েন্টে পাশের হার 99.4%, সফল রূপান্তরকামী পড়ুয়া

Last Updated :May 26, 2023, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.