ETV Bharat / state

WBJEE 2023 Result: এবার জয়েন্টে পাশের হার 99.4%, সফল রূপান্তরকামী পড়ুয়া

author img

By

Published : May 26, 2023, 2:54 PM IST

Updated : May 26, 2023, 3:22 PM IST

2023 সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হল আজ ৷ সাংবাদিক সম্মেলন করে বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা জানালেন এ বার প্রথম হয়েছে মহম্মদ সাহিল আফতার ৷

WBJEE 2023 Result
WBJEE 2023 Result

কলকাতা, 26 মে: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ৷ এ বার পাশের হার 99.4% ৷ প্রথম হয়েছে মহম্মদ সাহিল আফতার ৷ দ্বিতীয়ত হয়েছে সোহম দাস ৷ এরা দুজনেই সিবিএসই-র ছাত্র ৷ তারা ডিপিএস রুবি পার্কের ছাত্র ৷ তৃতীয় হয়েছে উচ্চমাধ্যমিকের সারা মুখোপাধ্যায় ৷

এ বারের পরীক্ষার জন্য 1 লক্ষ 24 হাজার 919 জন্য নাম নথিভুক্ত করেছিলেন ৷ গত বছর এই সংখ্যাটা ছিল 1,01,413 জন ৷ এ বছর পরীক্ষা দিয়েছেন 97,524 জন ৷ পাশ করেছেন 96,913 ৷ অর্থাৎ সফল পরীক্ষার্থীর হার 99.4 শতাংশ ৷ এ রাজ্য থেকে পরীক্ষায় বসেছিলেন 69,981 জন ৷ তাঁদের মধ্যে পুরুষ ছিলেন 47,646 জন ও মহিলা ছিলেন 22,335 জন ৷ রাজ্যের মধ্যে সফল পরীক্ষার্থীর সংখ্যা 69,560 জন ৷ রাজ্যে সফল পুরুষ প্রার্থীর সংখ্যা 47,376 জন এবং সফল মহিলা প্রার্থীর সংখ্যা 22,184 জন ৷ রাজ্যের বাইরে সফল পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন একজন রূপান্তরকামী ৷

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের 51,345 জন পরীক্ষা দিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে সফল হয়েছেন 52.98 শতাংশ ৷ আইএসসি বোর্ডের 2,142 জন পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের পাশের হার 2.21 শতাংশ ৷ সিবিএসই বোর্ডের 28,027 জন পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের মধ্যে পাশের হার 28.92 শতাংশ ৷ অন্যান্য বোর্ডের 15,399 জন পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের মধ্যে পাশের হার 15.89 শতাংশ ৷

আজ সাংবাদিক সম্মেলন করে ফলপ্রকাশ করেন বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা ৷ এ বছর পরীক্ষা হয়েছিল 30 এপ্রিল ৷ তার 26 দিনের মাথায় আজ ফল প্রকাশিত হল ৷ এ বার আরএফডি মেশিন ব্যবহার করা হয়েছিল ৷ এ বারই প্রথম জয়েন্টে মেটাল ডিটেক্টরের ব্যবহার করা হয় ৷ কাউন্সেলিং-এ যাতে সুবিধে হয়, সে জন্য এ বছর একটি পুস্তিকা দেওয়া হচ্ছে ৷ তা ভালো করে পর্যবেক্ষণ করে পড়ুয়ারা যাতে পরবর্তী সিদ্ধান্ত নেন, তার পরামর্শ দিয়েছেন বোর্ড সভাপতি ৷ যারা ব়্যাংক পেয়েছেন তাঁদের শুভেচ্ছা জানান তিনি ৷ বিকেল চারটে থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে বলে তিনি জানিয়েছেন ৷ সেখান থেকে মার্কশিটও ডাউনলোড করা যাবে ৷ 30 জুনের পর শুরু হবে কাউন্সেলিং ৷

আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল কবে? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

Last Updated :May 26, 2023, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.