ETV Bharat / sports

উপলে বৃষ্টি কাঁটা, তৃতীয় দল হিসাবে প্লে-অফে নিজামের শহর - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 11:12 PM IST

Updated : May 17, 2024, 6:30 AM IST

Match Abandoned of Sunrisers Hyderabad vs Gujarat Titans: আইপিএলের ইতিহাসে রানের পাহাড়ের প্রথম তিনের নিরিখে একটাই নাম ৷ তা হল-সানরাইজার্স হায়দরাবাদ ৷ এবারের আইপিএলে তৃতীয় দল হিসাবে প্লে-অফে যোগ্যতা অর্জন করল নিজামের শহরের দল ৷ বৃহস্পতিবার সন্ধে থেকে হায়দরাবাদের উপল স্টেডিয়ামে বরুণ দেব ভর করেছিলেন ৷ তাতেই সব ভেস্তে গেল ৷ বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদের ঝুলিতে যায় এক পয়েন্ট করে ৷ তাতে 15 পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে পার্পল ব্রিগেড ৷

Match Abandoned of Sunrisers Hyderabad vs Gujarat Titans
উপলে বৃষ্টি কাঁটা (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এক্স হ্যান্ডেল)

হায়দরাবাদ, 16 মে: আইপিএলের 66তম ম্যাচে ফের কাঁটা বৃষ্টি ৷ আগে থেকে পূর্বাভাস ছিল ৷ সেই মতো হায়দরাবাদ ও গুজরাতের ম্যাচ শুরু তো দূর, টসই হল না ৷ বৃষ্টির কারণে ম্যাচ অস্তাচলে গেলেও ঘরের মাঠে সানরাইজার্স এবারের আইপিএলে তৃতীয় দল হিসাবে কোয়ালিফাই করল ৷ 15 পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছে গেলেন কামিন্সরা ৷ অন্যদিকে, শুভমনরা শেষ দু’টি ম্যাচই বৃষ্টির কারণে খেলতে পারলেন না ৷ এর পাশাপাশি, চতুর্থ দল হিসাবে প্লে-অফে কারা কোয়ালিফাই করবে সেটা নির্ণায়ক হয়ে দাঁড়াবে চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচের ফলাফলের ওপর ৷

আগামী পরশু অর্থাৎ শনিবার বেঙ্গালুরুকে প্লে-অফে কোয়ালিফাই করতে হলে ঘরের মাঠে অন্তত 18 রানে জিততে হবে ৷ অথবা রান তাড়া করতে হলে 18.1 ওভারের লক্ষ্য়মাত্রাই পৌঁছতে হবে ৷ অন্যথায়, চতুর্থ দল হিসাবে কোয়ালিফাই করবে চেন্নাই সুপার কিংস ৷ এদিকে হায়দরাবাদের কাছে এখনও সুযোগ রয়েছে দ্বিতীয় স্থানে শেষ করার ৷ সেক্ষেত্রে আগামী 19 তারিখ পঞ্জাব কিংসের সঙ্গে তাদের শেষ ম্যাচ জিততে হবে ৷ পাশাপাশি তাকিয়ে থাকতে হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের উপর ৷

সেইসঙ্গে চেন্নাইয়েরও সুযোগ রয়েছে দ্বিতীয় স্থানে শেষ করার ৷ যদি তারা চিন্নাস্বামীতে শেষ ম্যাচে বেঙ্গালুরুকে হারায় একইসঙ্গে রাজস্থান ও হায়দরাবাদ তাদের শেষ ম্যাচটি হারে ৷ অর্থাৎ বলা যায় তিনটি দল এখনও পর্যন্ত প্লে-অফে পৌঁছলেও, কলকাতার সঙ্গে প্রথম কোয়ালিফায়ারে কে মুখোমুখি হবে তা এখনও নিশ্চিত নয় ৷ এর পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস, গুজরাত টাইটান্সের সঙ্গে দিল্লি ক্যাপিটালস চতুর্থ দল হিসাবে ছিটকে গেল আইপিএলের শেষ চারের দৌড় থেকে ৷

আরও পড়ুন:

  1. টানা চতুর্থ হার রয়্যালসের, প্রথমবার শীর্ষে থেকে প্লে-অফে কেকেআর
  2. দেশে ফিরলেন সল্ট, ইসিবি'র ফতোয়ায় প্লে-অফের আগে মাথায় হাত নাইটদের
  3. সামনেই টি-20 বিশ্বকাপ, ‘মেন ইন ব্লু’র নয়া কোচের বিজ্ঞাপন দিল বিসিসিআই
Last Updated : May 17, 2024, 6:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.