ETV Bharat / sports

দেশে ফিরলেন সল্ট, ইসিবি'র ফতোয়ায় প্লে-অফের আগে মাথায় হাত নাইটদের - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 10:50 PM IST

Phil Salt Leaves KKR Camp: বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারদের আইপিএল থেকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড। সেই মতো জাতীয় দলের সঙ্গে যোগ দিতে দেশে ফিরে গেলেন কলকাতা নাইট রাইডার্সের স্টাম্পার-ব্যাটার ফিল সল্ট ৷ মঙ্গলবার দেশে ফেরার বিমান ধরলেন তিনি।

Phit Salt
ফিল সল্ট (নিজস্ব চিত্র)

কলকাতা, 14 মে: চলতি মাসের 22 তারিখ থেকে পাকিস্তানের সঙ্গে ঘরের মাঠে কুড়ি-বিশের সিরিজ শুরু হচ্ছে ইংল্যান্ডের। তার আগে ওই সিরিজ এবং আগামী বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারদের আইপিএল থেকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড। সেইমতো জাতীয় দলের সঙ্গে যোগ দিতে দেশে ফিরে গেলেন কলকাতা নাইট রাইডার্সের স্টাম্পার-ব্যাটার ফিল সল্ট ৷ মঙ্গলবার দেশে ফেরার বিমান ধরলেন তিনি।

চলতি আইপিএলে নাইট ব্যাটারদের দাপটের অন্যতম কারণ ছিলেন ওপেনার হিসেবে ফিল সল্ট এবং সুনীল নারিনের বিধ্বংসী ফর্ম। জেসন রয়ের বদলি হিসেবে এসে চলতি আইপিএলে 12 ম্যাচে চারটি অর্ধশতরান সহযোগে 435 রান করেছেন সল্ট ৷ ইতিমধ্যেই প্লে-অফের যোগ্যতা অর্জন করে নিয়েছে পার্পল ব্রিগেড ৷ ফলত প্লে-অফের আগে ইংরেজ ক্রিকেটারের চলে যাওয়ায় নাইটদের ওপেনিং জুটিতে যে ফাটল ধরল, তা বলাই বাহুল্য। আগামী রবিবার গ্রুপ পর্বে কেকেআরের শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটিতে। তার আগে নারিনের সঙ্গী ওপেনারকে খুঁজে বের করা গৌতম গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সোমবার কেকেআর ফিল সল্টের দেশে ফিরে যাওয়ার খবর সরকারিভাবে জানিয়েছে। একইসঙ্গে একটি ভিডিও পোস্ট করেছে সোশাল মিডিয়ায়।
তবে আইপিএলের মাঝে ইংল্যান্ড ক্রিকেটারদের দেশে চলে যাওয়া শুধু কেকেআরের কাছে নয়, ধাক্কা অন্যান্য দলগুলোর কাছেও। একই সমস্যায় পড়েছে রাজস্থান, বেঙ্গালুরুর মতো দলগুলি ৷ রয়্যালসের জস বাটলার, রয়্যাল চ্যালেঞ্জার্সে উইল জ্যাকস ও রিস টপলি দেশে ফিরে গিয়েছেন।

দেশে ফিরেছেন চেন্নাই সুপার কিংসের মইন আলি, পঞ্জাব কিংসের স্যাম কারেন, জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোন। লিভিংস্টোন যদিও ফিরছেন হাঁটুর চোট সারাতে। সবমিলিয়ে গ্রুপ পর্বের লাস্ট ল্যাপে এবং প্লে-অফের ঠিক আগে নয়া কাউকে গুছিয়ে নেওয়া এবং নতুন ভূমিকায় প্রেরণ করা সত্যিই চ্যালেঞ্জ ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ৷

আরও পড়ুন:

  1. রাহুলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে বিতর্কে ইতি গোয়েঙ্কার !
  2. অধিনায়কের হাত ধরে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জার্সির আত্মপ্রকাশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.