গুয়াহাটি, 16 মে: এক দল ছিটকে গিয়েছিল আগেই ৷ অন্যদল আবার প্লে-অফ নিশ্চিত করে ফেলেছিল 24 ঘণ্টা আগে ৷ এমতাবস্থায় বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস আপাতভাবে নিয়মরক্ষার ম্যাচ হলেও শীর্ষে থেকে প্লে-অফে পৌঁছনোর জন্য খানিক গুরুত্বপূর্ণ ছিল সঞ্জু স্যামসনের রয়্যালসের কাছে ৷ একইসঙ্গে প্লে-অফের আগে জয়ের সরণিতে ফেরার জন্যও এদিনের ম্যাচের গুরুত্ব ছিল পিঙ্ক ব্রিগেডের কাছে ৷ কিন্তু টানা চতুর্থ হারে শীর্ষে থেকে প্লে-অফে যাওয়া হল না সঞ্জু অ্যান্ড কোম্পানির ৷ ফলে আইপিএল ইতিহাসে প্রথমবার শীর্ষে থেকে প্লে-অফে যাওয়ার নজির গড়ল কলকাতা নাইট রাইডার্স ৷ গুয়াহাটিতে বুধবার রয়্যালস হারল 5 উইকেটে ৷
বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে রয়্যালসের প্রথমে ব্য়াটিং নেওয়ার সিদ্ধান্ত খুব একটা কাজে আসেনি ৷ আর্শদীপ সিং, ন্যাথন এলিস, হর্ষল প্যাটেলদের সামনে এদিন ব্যর্থ রাজস্থানের ব্যাটাররা ৷ একমাত্র রিয়ান পরাগের ঝোড়ো ব্যাট কিছুটা প্রতিরোধ গড়ে তোলে ৷ 6টি বাউন্ডারি হাঁকিয়ে 34 বলে ঝোড়ো 48 রান করেন তিনি ৷ পাশাপাশি রবি অশ্বিনের 19 বলে 28 রান দেড়শোর কাছাকাছি পৌঁছে দেয় দলের রান ৷ 20 ওভারে 9 উইকেট হারিয়ে 144 রান তোলে রাজস্থান ৷
চলতি টুর্নামেন্টে দু'শো রানের স্কোর যেখানে আকছার, সেখানে 145 রানের লক্ষ্যমাত্রা একেবারেই কঠিন ছিল না পঞ্জাবের জন্য, তা হয়ওনি ৷ টপ অর্ডারের ব্যর্থতা সত্ত্বেও স্যাম কারেনের অধিনায়কোচিত ব্যাটিং সান্ত্বনার জয় এনে দেয় প্রীতি জিন্টার দলকে ৷ 48 রানে 4 উইকেটে হারানো পঞ্জাবকে টেনে তোলে পঞ্চম উইকেটে কারেন ও জিতেশ শর্মার 63 রানের জুটি ৷ জিতেশ 22 রানে আউট হলেও 41 বলে 63 রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন কারেন ৷ ইংরেজ ব্যাটার মারেন 5টি চার, 3টি ছয় ৷ সাত বল বাকি থাকতে 5 উইকেটে ম্যাচ জিতে নেয় পঞ্জাব ৷
হারের ফলে 13 ম্যাচে আপাতত 16 পয়েন্ট রাজস্থানের ৷ শেষ ম্যাচে জয় এলেও সঞ্জুদের পক্ষে নাইটদের ধরা সম্ভব নয় ৷ 13 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে মগডালে শ্রেয়স অ্যান্ড কোং ৷ রবিবার শেষ ম্যাচে রাজস্থান মুখোমুখি হবে কলকাতার-ই ৷
আরও পড়ুন: