ETV Bharat / state

শবদাহ করার টাকা নেই, বিজেপি কর্মীর পাশে দাঁড়ালেন অগ্নিমিত্রা; দুষলেন তৃণমূলকে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 7:00 PM IST

Updated : Jan 11, 2024, 7:41 PM IST

Agnimitra Paul: দুঃস্থ বিজেপি কর্মীর স্বামীর মৃত্যু হয়েছে ৷ এদিকে শবদাহ করার মতো অর্থ ছিল না ওই পরিবারটির কাছে ৷ এর জন্য তৃণমূলকে দুষলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা ৷

ETV Bharat
দুঃস্থ বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিমিত্রা পল

আসানসোলের রানিগঞ্জে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল দুঃস্থ বিজেপি কর্মীর স্বামীর শব দাহ করার ব্যবস্থা করলেন

রানিগঞ্জ, 11 জানুয়ারি: এক বিজেপি কর্মীর স্বামীর মৃত্যুতে শবদাহের টাকা জোগাড় হচ্ছিল না ৷ প্রৌঢ়া ও দুঃস্থ ওই বিজেপি কর্মীর পাশে দাঁড়ালেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ পরিবারটিকে শব দাহ করানোর ব্যবস্থা করে দিলেন বিজেপি নেত্রী ৷ ঘটনাটি আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানিগঞ্জের নারায়ণকুড়ি গ্রামের ৷ তৃণমূলের দাবি, অগ্নিমিত্রা পল সস্তা রাজনীতি করছেন ৷

স্থানীয় সূত্রের খবর, বুধবার রানিগঞ্জের নারায়ণকুড়ি গ্রামের জনৈকা বিজেপি কর্মী মনিভা বাউরির স্বামীর মৃত্যু হয় ৷ খবর পেয়ে তাঁর বাড়িতে পৌঁছন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা ৷ তাঁর দাবি, "হতদরিদ্র পরিবারটির কাছে শবদাহ করার টাকা ছিল না ৷ যেহেতু তাঁরা বিজেপি কর্মী, তাই তাঁদের পাশে স্থানীয় কোনও তৃণমূল নেতাও দাঁড়াননি ৷" তিনি নিজে গিয়ে শব দাহ করার ব্যবস্থা করেছেন বলে জানান অগ্নিমিত্রা ৷

বিধায়ক অগ্নিমিত্রা বলেন, "হতদরিদ্র ওই পরিবারটির কিছুই নেই ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি থেকে শুরু করে পানীয় জলের লাইন কোনও কিছুই পাননি তাঁরা ৷ সব ব্যাপারেই বঞ্চিত হয়েছে ওই পরিবারটি ৷ গতকাল মনিভা বাউরির স্বামীর মৃত্যুর খবর পেয়েই আমি ছুটে গিয়েছিলাম ৷ আমি তাঁর পারলৌকিক কাজকর্ম করার জন্য সহযোগিতা করি ৷ স্থানীয় বিজেপি কর্মীরাও পরিবারটির পাশে দাঁড়িয়েছে ৷" অগ্নিমিত্রা আরও বলেন, "আমাদের গর্ব হয় এই ধরনের পরিবারগুলি বিজেপি করে ৷ এঁরা প্রত্যেকেই আমাদের সম্পদ ৷"

অন্যদিকে অগ্নিমিত্রা পলকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য কমিটির নেতা ভি শিবদাশন দাশু ৷ তিনি বলেন, "অগ্নিমিত্রা পল সস্তার রাজনীতি করছেন ৷ পশ্চিমবঙ্গ সরকারের সহভাগী বলে একটি প্রকল্প রয়েছে ৷ তাতে শবদাহ করার জন্য কোনও খরচ লাগে না ৷ ওই পরিবারটি স্থানীয় জনপ্রতিনিধিকে বা পঞ্চায়েতে জানালে, তাঁরাই শবদাহ করার ব্যবস্থা করে দিতেন ৷ তৃণমূল এসব নিয়ে রাজনীতি করে না ৷"

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটের আগে ঢেলে সাজানো হল বিজেপির পাঁচটি সাংগঠনিক জেলা, নয়া দায়িত্বে লকেট-অগ্নিমিত্রা
  2. আসানসোলে গ্রেফতার বিজেপি কর্মী, ঘটনাস্থলে গেলেন অগ্নিমিত্রা
  3. নির্যাতিতা কিশোরীর বয়ান বদলাতে রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে গিয়েছে পুলিশ-তৃণমূল ! পথ অবরোধে অগ্নিমিত্রা
Last Updated :Jan 11, 2024, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.