ETV Bharat / state

কল্যাণীতে রাজ্যপালকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 5:24 PM IST

Updated : Dec 7, 2023, 6:35 PM IST

Governor CV Ananda Bose: বৃহস্পতিবার ছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ৷ সেখানে আচার্য হিসেবে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর কনভয় যখন বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছয়, তখন বাইরে তাঁকে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেস ৷ তারা গো ব্যাক স্লোগানও দেয় রাজ্যপালের উদ্দেশ্যে ৷

Governor CV Ananda Bose
Governor CV Ananda Bose

কল্যাণীতে রাজ্যপালকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের

কল্যাণী, 7 ডিসেম্বর: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল কংগ্রেস । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে ৷ বৃষ্টিবিঘ্নিত এই দিনে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজ্যপালের কনভয় বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশের মুহূর্তেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা দেখে কালো পতাকা দেখাতে শুরু করেন ৷ এরপর স্লোগান দেন ‘গো ব্যাক, গো ব্যাক’ ।

এ দিন বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় রাজ্যপালকে ৷ তিনি জানান, বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর কোনোরকম বিরোধ নেই । যারা এই বিরোধের সৃষ্টি করতে চাইছে ৷ তাদের কড়া হাতে মোকাবিলা করা হবে ।

অন্যদিকে রাজ্যপাল জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর আলোচনা চলছে । এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথাও হয়েছে । রাজ্যপাল আরও জানান, তিনি বিশ্ববিদ্যালয়গুলিতে তিনি কেবলমাত্র অন্তর্বর্তী উপাচার্য নির্বাচন করেছিলেন । একই সঙ্গে তিনি জানান যে, বিশ্ববিদ্যালয় চত্বরে যারা গোলমাল পাকাতে চাইছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ।

উল্লেখ্য, বাংলায় রাজ্যপাল হিসেবে আসার পর রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সুসম্পর্কই ছিল সিভি আনন্দ বোসের ৷ কিন্তু পরে বিভিন্ন ইস্যুতে রাজ্যের সাংবিধানিক প্রধান ও প্রশাসনিক প্রধানের মধ্যে একাধিকবার মতপার্থক্য দেখা গিয়েছে ৷ রাজ্যপাল এক তরফা ভাবে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করছেন বলে অভিযোগ ৷ মামলা গড়ায় আদালতে ৷

সুপ্রিম কোর্ট সম্প্রতি জানিয়েছে, রাজ্য সরকার, রাজ্যপাল ও ইউজিসি-র প্রতিনিধিদের ঐক্যমতের ভিত্তিতে উপাচার্য নিয়োগ করতে হবে ৷ এর পরই গত সোমবার রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে দু’জনের মধ্যে প্রায় ঘণ্টাখানেক কথাও হয় ৷

আরও পড়ুন:

  1. রাজভবনের বৈঠক শেষে উপাচার্য নিয়োগ নিয়ে সমস্যা মেটার ইঙ্গিত দিলেন মমতা
  2. 'রাজভবনে মোচ্ছব করছেন রাজ্যপাল', দলুয়াখাকির হিংসায় বোসের নীরবতা নিয়ে কটাক্ষ এসএফআইয়ের
  3. মেদিনীপুরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে তৃণমূল ছাত্র-যুবর বিক্ষোভের মুখে রাজ্যপাল
Last Updated :Dec 7, 2023, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.