ETV Bharat / state

রাজভবনের বৈঠক শেষে উপাচার্য নিয়োগ নিয়ে সমস্যা মেটার ইঙ্গিত দিলেন মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 8:35 PM IST

Mamata Banerjee: সোমবার রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে প্রায় একঘণ্টা তিনি বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ৷ সেই বৈঠক শেষে রাজ্যের বিশ্ববিদ্য়ালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, সমস্যা মিটে গিয়েছে ৷

Mamata Banerjee-Governor CV Ananda Bose
Mamata Banerjee-Governor CV Ananda Bose

রাজভবনের বৈঠক শেষে উপাচার্য নিয়োগ নিয়ে সমস্যা মেটার ইঙ্গিত দিলেন মমতা

কলকাতা, 4 ডিসেম্বর: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে জটিলতা নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল, তা কাটতে চলেছে । আদালতের নির্দেশ মোতাবেক সোমবার রাজভবনে এক ঘণ্টার বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস । সেই বৈঠক খুব ভালো হয়েছে বলেই রাজভবন থেকে বেরিয়ে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, "বৈঠক ভালো হয়েছে, সমস্যা মিটে যাবে । বিতর্ক নেই ।"

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও রাজভবনের দ্বন্দ্ব লেগে রয়েছে প্রায় এক বছর ধরে । রাজভবনের বক্তব্য, রাজ্যপাল তাঁর আইনগত ক্ষমতা বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতেই পারেন । বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল ।

কিন্তু রাজভবনের বিরুদ্ধে একতরফা বা সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ তোলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো বটেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়ান । রাজভবনের সামনে ধরনার বসারও হুমকি দেন ।

মামলা কলকাতা হাইকোর্ট থেকে শীর্ষ আদালত পর্যন্ত গড়ায় । সেই মামলার শুনানি চলাকালীন আদালতে স্পষ্ট জানিয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে বৈঠক সিদ্ধান্ত নিতে হবে । সেই বৈঠকে অংশগ্রহণ করাতে হবে ইউজিসি প্রতিনিধিদেরও । অর্থাৎ একপাক্ষিক ভাবে কেউ কোনও সিদ্ধান্ত নিতে পারবে না কেউই । ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, রাজ্য সরকারের প্রতিনিধি এবং রাজ্যপালের মধ্যে মতামতের ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ করতে হবে ।

তারই প্রেক্ষিতে দিনকয়েক আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় চেয়ে পাঠান । কিন্তু ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রী নির্ধারিত দিনের মধ্যে সময় দিতে পারেননি বলে খবর । তাই মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যপালের কাছে সময় চেয়ে আজই বৈঠকে বসেন । এক ঘণ্টার বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সমস্ত কিছু মিটে যাবে, এর আগে যে 5 সদস্যের যে কমিটি তৈরি করা হয়েছিল এবং রাজ্যপাল সেখানে তাঁর সম্মতি দিয়েছিলেন । রাজ্যপালের সঙ্গে রাজ্যের যে একটা সংঘাতের আবহাওয়া সেটা আপনার সংবাদমাধ্যম তৈরি করে, কোনও বিতর্কিত ব্যাপার আসে না ।"

সরকারি, বেসরকারি ও সরকার অনুমোদিত রাজ্যে মোট 42টি বিশ্ববিদ্যালয় আছে । তার মধ্যে 31টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল । আবার তার মধ্যে চারটি বিশ্ববিদ্যালয় উপাচার্য রাজ্য সরকার ও রাজভবনের সম্মতিতে নিয়োগ হয়েছে । কিন্তু 27টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যপাল সিভি আনন্দ বোস একতরফা ভাবে করেছেন বলেই রাজ্য সরকারের তরফে অভিযোগ তোলা হয় । মামলা গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত । শীর্ষ আদালতের নির্দেশ মতো আজকের বৈঠকে সেই সমস্যার সমাধান হয়েছে বলেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন:

  1. শিক্ষাক্ষেত্রে কোনও দ্বন্দ্ব কাম্য নয়, বার্তা রাজ্যপালের
  2. রাজবাড়িগুলিতে জমিদাররা বসে আছেন, নাম না করে রাজ্যপালকে কটাক্ষ মমতার
  3. সন্ত্রাস ও দুর্নীতি দমনে রাজ্যকে পারস্পরিক সমঝোতার বার্তা দিলেন রাজ্যপাল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.