ETV Bharat / state

নগদ টাকার হয়রানি থেকে মুক্তি! বক্সা ব্যাঘ্র প্রকল্পে চালু ক্যাশলেস পরিষেবা - Buxa Tiger Reserve

author img

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 6:40 PM IST

Cashless Service for Tourists: সঙ্গে নগদ টাকা নেই ৷ অথচ জঙ্গলে ঘুরতে এসেছেন ৷ ভাবছেন কীভাবে টিকিট কাটবেন ? চিন্তা নেই বক্সা ব্যাঘ্র প্রকল্পে চালু হল ক্যাশলেস পরিষেবা ৷ আপনি কার্ড সোয়াইপ করেই মেটাতে পারবেন টিকিটের দাম ৷

Buxa Tiger Reserve
রাজাভাতখাওয়া টিকিট কাউন্টার

আলিপুরদুয়ার, 30 মে: পর্যটকদের জন্য দারুণ খবর ৷ বক্সা ব্যাঘ্র প্রকল্পে চালু হল এখন থেকে ক্যাশলেস পরিষেবা । এবার থেকে পকেটে বেশি টাকা না নিয়ে জঙ্গলে ঘুরতে এলেও চলবে পর্যটকদের । শুধু সঙ্গে থাকতে হবে ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ৷ বন দফতরের তরফে পরীক্ষামূলকভাবে টিকিট কাউন্টারে অনলাইন এই পেমেন্ট গ্রহণের কাজ শুরু হয়েছে । পর্যটকদের সুবিধার্থেই জঙ্গল ভ্রমণে ক্যাশলেস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ ।

জানা গিয়েছে, এখন থেকে পর্যটকরা এটিএম কার্ড সোয়াইপ করে অথবা কিউআর কোড স্ক্যান করে বক্সা ব্যাঘ্র প্রকল্পে প্রবেশ করতে পারবেন ৷ এছাড়া জঙ্গল সাফারির পারমিটের মূল্য চোকাতে পারবেন । এই নতুন পদ্ধতিটি রাজাভাতখাওয়া টিকিট কাউন্টারে পাওয়া যাবে । দেশীয় ও বিদেশি পর্যটকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে ক্যাশলেস পরিষেবা চালুর দাবি এসেছিল । পর্যটকদের সেই দাবিকে মান্যতা দিয়ে তাঁদের সুবিধা বৃদ্ধি এবং অর্থ লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করাই ছিল বন দফতরের প্রধান লক্ষ্য । সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ।

বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের সুবিধার্থে চালু ক্যাশলেস পরিষেবা

বন দফতর সূত্রে খবর, বর্তমানে এই পদ্ধতির ট্রায়াল চলছে । বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের জন্য এই ক্যাশলেস পরিষেবা পর্যটকদের নগদ টাকা রাখার ঝামেলা এড়াতে সাহায্য করবে । অর্থ লেনদেনের ক্ষেত্রে দ্রুততা ও স্বচ্ছতা আসবে । জাল নোটের ব্যবহার রোধে সহায়তা করবে । বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ আশা করছে যে, এই নতুন ক্যাশলেস পরিষেবা পর্যটকদের জন্য আরও বেশি সুবিধাজনক অভিজ্ঞতা প্রদান করবে ।

কলকাতা থেকে আসা পর্যটক অমর্ত্য দে বলেন, "ক্যাশলেস পরিষেবা চালু হওয়াতে সুবিধা তো হয়েছেই, কারণ ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে । নগদ টাকা অনেকে সঙ্গে নিয়ে আসতে চাইছে না ৷ যদি অনলাইন বা কার্ড সোয়াইপ করে পেমেন্ট করা যায়, তাহলে তো সুবিধেই হয় । আমি নগট টাকা দিয়েছি কারণ আমার কাছে নোট ছিল ৷ তবে কার্ড দিয়ে সোয়াইপ করলে ভালো হত ।"

আলিপুরদুয়ার, 30 মে: পর্যটকদের জন্য দারুণ খবর ৷ বক্সা ব্যাঘ্র প্রকল্পে চালু হল এখন থেকে ক্যাশলেস পরিষেবা । এবার থেকে পকেটে বেশি টাকা না নিয়ে জঙ্গলে ঘুরতে এলেও চলবে পর্যটকদের । শুধু সঙ্গে থাকতে হবে ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ৷ বন দফতরের তরফে পরীক্ষামূলকভাবে টিকিট কাউন্টারে অনলাইন এই পেমেন্ট গ্রহণের কাজ শুরু হয়েছে । পর্যটকদের সুবিধার্থেই জঙ্গল ভ্রমণে ক্যাশলেস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ ।

জানা গিয়েছে, এখন থেকে পর্যটকরা এটিএম কার্ড সোয়াইপ করে অথবা কিউআর কোড স্ক্যান করে বক্সা ব্যাঘ্র প্রকল্পে প্রবেশ করতে পারবেন ৷ এছাড়া জঙ্গল সাফারির পারমিটের মূল্য চোকাতে পারবেন । এই নতুন পদ্ধতিটি রাজাভাতখাওয়া টিকিট কাউন্টারে পাওয়া যাবে । দেশীয় ও বিদেশি পর্যটকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে ক্যাশলেস পরিষেবা চালুর দাবি এসেছিল । পর্যটকদের সেই দাবিকে মান্যতা দিয়ে তাঁদের সুবিধা বৃদ্ধি এবং অর্থ লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করাই ছিল বন দফতরের প্রধান লক্ষ্য । সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ।

বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের সুবিধার্থে চালু ক্যাশলেস পরিষেবা

বন দফতর সূত্রে খবর, বর্তমানে এই পদ্ধতির ট্রায়াল চলছে । বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের জন্য এই ক্যাশলেস পরিষেবা পর্যটকদের নগদ টাকা রাখার ঝামেলা এড়াতে সাহায্য করবে । অর্থ লেনদেনের ক্ষেত্রে দ্রুততা ও স্বচ্ছতা আসবে । জাল নোটের ব্যবহার রোধে সহায়তা করবে । বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ আশা করছে যে, এই নতুন ক্যাশলেস পরিষেবা পর্যটকদের জন্য আরও বেশি সুবিধাজনক অভিজ্ঞতা প্রদান করবে ।

কলকাতা থেকে আসা পর্যটক অমর্ত্য দে বলেন, "ক্যাশলেস পরিষেবা চালু হওয়াতে সুবিধা তো হয়েছেই, কারণ ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে । নগদ টাকা অনেকে সঙ্গে নিয়ে আসতে চাইছে না ৷ যদি অনলাইন বা কার্ড সোয়াইপ করে পেমেন্ট করা যায়, তাহলে তো সুবিধেই হয় । আমি নগট টাকা দিয়েছি কারণ আমার কাছে নোট ছিল ৷ তবে কার্ড দিয়ে সোয়াইপ করলে ভালো হত ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.