ETV Bharat / state

রূপের ডালি সাজিয়ে অপেক্ষায় বক্সা পাহাড়ের লেপচাখা, ডুয়ার্সের ভূস্বর্গে যাবেন ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 12:08 PM IST

Updated : Jan 3, 2024, 10:04 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Lepchakha village of Buxa Hills: নৈসর্গিক সৌন্দর্যের পসরা সাজিয়ে পর্যটকদের অপেক্ষায় রয়েছে বক্সা পাহাড়ের লেপচাখা গ্রাম ৷ এটি পরিচিত ডুয়ার্সের ভূস্বর্গ হিসেবে ৷

রূপের ডালি সাজিয়ে অপেক্ষায় বক্সা পাহাড়ের লেপচাখা

আলিপুরদুয়ার, 2 জানুয়ারি: ডুয়ার্সের ভূস্বর্গে যাবেন ? হ্যাঁ, আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড়ের লেপচাখা । এটি পরিচিত ডুয়ার্সের ভূস্বর্গ হিসেবে ।পাহাড়ের উঁচু টিলায় বসে কয়েক হাজার ফুট নীচে জয়ন্তী নদী বয়ে যাওয়ার দৃশ্য আপনাকে মোহিত করবে । যাঁরা ট্রেকিং করতে ভালোবাসেন, তাঁদের জন্য ঘোরাঘুরির আদর্শ জায়গা লেপচাখা । সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উচ্চতায় নৈসর্গিক সৌন্দর্য অনুভব করতে হলে যেতেই হবে লেপচাখাতে ।

কীভাবে যাবেন ?

নিউ আলিপুরদুয়ার বা আলিপুরদুয়ার জাংশন থেকে ছোট গাড়ি ভাড়া করে সানতালাবাড়িতে প্রথমে আসতে হবে । আলিপুরদুয়ার থেকে গাড়ি ভাড়া না করে ছোট বাস বা অটোতেও যাওয়া যাবে সানতালাবাড়ি । গাড়ি নিয়ে গেলে সানতালাবাড়িতেই গাড়ি রাখতে হবে । সেখান থেকে গাইড নিয়ে আপনাকে যেতে হবে জিরো পয়েন্টে । জিরো পয়েন্টে যেতে হলে জনপ্রতি টিকিট কেটে গাইড নিয়ে পায়ে হেঁটেও যাওয়া যায় ৷ আবার গাড়িতেও যাওয়া যেতে পারে । জনপ্রতি 200 টাকা ভাড়া । জিরো পয়েন্ট পর্যন্তই গাড়িতে যাওয়ার রাস্তা রয়েছে । এরপরেই আপনাকে পাহাড়ি পথে হাঁটতে হবে । জিরো পয়েন্ট থেকে হাঁটা পথে প্রায় 45 মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগে বক্সা ফোর্ট পৌঁছতে । সেখান থেকে লেপচাখা আরও 30-45 মিনিটের হাঁটা পথ । লেপচাখাতে পৌঁছে গেলেই সব ক্লান্তি নিমেষে উবে যাবে । পাহাড়ের এক টিলার উপর লেপচাখা গ্রাম । চারিদিকে নানা রঙের ফুল আর অর্কিড । আর চোখের সামনে নৈসর্গিক সৌন্দর্য ।

Lepchakha village of Buxa Hills
বক্সা পাহাড়ের লেপচাখা গ্রাম

কোথায় থাকবেন ?

লেপচাখাতে বেশকিছু হোম স্টে রয়েছে । স্বল্প খরচের মধ্যেই আপনি থাকা ও খাওয়ার সুবিধা পাবেন । জনপ্রতি মাত্র 1200-1500 টাকা খরচ করলেই থাকা এবং খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ৷ এছাড়া পাহাড়ের উপরে স্থানীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চাইলে আপনাকে খরচ করতে হবে 3000-3200 টাকা । লেপচাখা গ্রামে নিজস্ব উদ্যোগেই হোম স্টে করেছেন স্থানীয়রা ।

Lepchakha village of Buxa Hills
ডুয়ার্সের ভূস্বর্গ লেপচাখা

লেপচাখায় পর্যটনের সঙ্গে যুক্ত সোহম

লেপচাখা পর্যটনের সঙ্গে যুক্ত সোহম চক্রবর্তী ৷ তিনি সেখানকার পর্যটন নিয়ে আশার কথা শোনালেন ৷ সোহম বলেন, "এই সময়ে পর্যটকদের চাহিদা অনেক । যাঁরা একটু ট্রেকিং করে আসতে চান, তাঁদের জন্য লেপচাখা একটা আলাদা অনুভূতি । লেপচাখা আসার চাহিদা অনেক আছে । এই মরশুমে পর্যটকরা সবাই যোগাযোগ করছেন ।"

আরও পড়ুন:

দার্জিলিংয়ে 109 বছরের বারবোটে ঝুলন্ত সেতু পর্যটনের নয়া ঠিকানা

চিল্কিগড় বেড়াতে আসা পর্যটকদের নতুন ঠিকানা ডুংরি

সিত্রাং'য়ের অশনি সংকেত, পর্যটকশূন্য বকখালি

Last Updated :Jan 3, 2024, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.