ETV Bharat / politics

দালাল স্ট্রিটের পূর্বাভাসে 348 আসন ইন্ডিয়া জোটের ! প্রচার সভায় দাবি মমতার - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 10:06 PM IST

Lok Sabha Election 2024: নরেন্দ্র মোদি-অমিত শাহ’র পালটা এবার আসন পরিসংখ্যানের হিসেব মমতা বন্দ্যোপাধ্যের মুখে ৷ দালাল স্ট্রিটে 'হাওয়া বদল'-এর ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো ৷ জানিয়ে দিলেন, সেখানেও 'ইন্ডিয়া' জোটের ক্ষমতায় আসার পূর্বাভাস মিলেছে ৷

MAMATA BANERJEE
মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ফাইল চিত্র)

কলকাতা, 28 মে: দালাল স্ট্রিটের অনুমান অনুযায়ী, 'ইন্ডিয়া' জোট ক্ষমতায় আসছে ৷ মঙ্গলবার সন্ধ্যায় বেহালা চৌরাস্তায় কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে প্রচারে এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুম্বইয়ের দালাল স্ট্রিট অর্থাৎ, দেশের শেয়ার মার্কেটের হিসাবে 'ইন্ডিয়া' জোট 348 আসন পাবে বলে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো ৷ এই ইস্যুতে বিজেপি-র 'ইসবার চারশো পার' স্লোগানকে ভাওতাবাজি বলে কটাক্ষ করলেন মমতা ৷

একদিকে যখন কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড-শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক সেই সময় কলকাতা দক্ষিণে তৃণমূল প্রার্থী মালা রায়ের হয়ে প্রচারে আসেন মমতা ৷ বেহালা চৌরাস্তার প্রচার সভা থেকে মোদি-বিদায়ের কথা বলতে শোনা গেল তাঁকে ৷ মমতার কথায়, বাণিজ্যনগরী মুম্বইয়ের দালাল স্ট্রিটের হাওয়া, 'ইন্ডিয়া' জোট সাড়ে তিনশোর কাছাকাছি আসন পাবে ৷ তিনি বলেন, "দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতা আর বাণিজ্যনগরী মুম্বই অর্থনৈতিক রাজধানী ৷ সেখানে একটা বাজার আছে ৷ যেখানে টাকা-পয়সার লেনদেন হয় ৷ আমি নাম বলছি না ৷ আজকে শুনলাম, ওখানে কত উঠেছে জানেন ? 'ইন্ডিয়া' জোট 348 ৷"

বলা হয়, দেশে রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা যদি তৈরি হয়, তার আভাস সবার আগে পেয়ে যায় দালাল স্ট্রিট ৷ শেয়ারবাজার নিয়ে যাঁদের কাজকর্ম, তাঁরা সবার আগে সরকার বদলের ইঙ্গিত পায় ৷ আর সেই মতো, দালাল স্ট্রিটে বিভিন্ন সংস্থার শেয়ারের দর ওঠানামা শুরু করে ৷ আর তৃণমূল সুপ্রিমোর দাবি সত্যি হলে, তা হবে চলতি নির্বাচনে সবচেয়ে বড় চমক !

উল্লেখ্য, গত একমাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি-সহ 'ইন্ডিয়া' জোটের একাধিক নেতা-নেত্রীর মুখে 2024 সালে ক্ষমতায় আসার কথা শোনা যাচ্ছে ৷ তাঁদের মতে, বিজেপি-র চারশো পারের স্লোগান মুখ থুবড়ে পড়বে ৷ প্রচারমঞ্চ থেকে মমতা, রাহুল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদবদের একাধিক বলতে শোনা গিয়েছে একথা ৷ এমনকি সম্প্রতি ষষ্ঠদফা নির্বাচনের পর কংগ্রেসের জাতীয় সম্পাদক জয়রাম রমেশ দাবি করেন, 'ইন্ডিয়া' জোট অর্ধেকের বেশি আসন পেয়ে গিয়েছে ৷ এবার সেই দাবিতে মমতা জুড়ে দিলেন, দালাল স্ট্রিটের পরিসংখ্যান ৷

কলকাতা, 28 মে: দালাল স্ট্রিটের অনুমান অনুযায়ী, 'ইন্ডিয়া' জোট ক্ষমতায় আসছে ৷ মঙ্গলবার সন্ধ্যায় বেহালা চৌরাস্তায় কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে প্রচারে এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুম্বইয়ের দালাল স্ট্রিট অর্থাৎ, দেশের শেয়ার মার্কেটের হিসাবে 'ইন্ডিয়া' জোট 348 আসন পাবে বলে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো ৷ এই ইস্যুতে বিজেপি-র 'ইসবার চারশো পার' স্লোগানকে ভাওতাবাজি বলে কটাক্ষ করলেন মমতা ৷

একদিকে যখন কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড-শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক সেই সময় কলকাতা দক্ষিণে তৃণমূল প্রার্থী মালা রায়ের হয়ে প্রচারে আসেন মমতা ৷ বেহালা চৌরাস্তার প্রচার সভা থেকে মোদি-বিদায়ের কথা বলতে শোনা গেল তাঁকে ৷ মমতার কথায়, বাণিজ্যনগরী মুম্বইয়ের দালাল স্ট্রিটের হাওয়া, 'ইন্ডিয়া' জোট সাড়ে তিনশোর কাছাকাছি আসন পাবে ৷ তিনি বলেন, "দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতা আর বাণিজ্যনগরী মুম্বই অর্থনৈতিক রাজধানী ৷ সেখানে একটা বাজার আছে ৷ যেখানে টাকা-পয়সার লেনদেন হয় ৷ আমি নাম বলছি না ৷ আজকে শুনলাম, ওখানে কত উঠেছে জানেন ? 'ইন্ডিয়া' জোট 348 ৷"

বলা হয়, দেশে রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা যদি তৈরি হয়, তার আভাস সবার আগে পেয়ে যায় দালাল স্ট্রিট ৷ শেয়ারবাজার নিয়ে যাঁদের কাজকর্ম, তাঁরা সবার আগে সরকার বদলের ইঙ্গিত পায় ৷ আর সেই মতো, দালাল স্ট্রিটে বিভিন্ন সংস্থার শেয়ারের দর ওঠানামা শুরু করে ৷ আর তৃণমূল সুপ্রিমোর দাবি সত্যি হলে, তা হবে চলতি নির্বাচনে সবচেয়ে বড় চমক !

উল্লেখ্য, গত একমাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি-সহ 'ইন্ডিয়া' জোটের একাধিক নেতা-নেত্রীর মুখে 2024 সালে ক্ষমতায় আসার কথা শোনা যাচ্ছে ৷ তাঁদের মতে, বিজেপি-র চারশো পারের স্লোগান মুখ থুবড়ে পড়বে ৷ প্রচারমঞ্চ থেকে মমতা, রাহুল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদবদের একাধিক বলতে শোনা গিয়েছে একথা ৷ এমনকি সম্প্রতি ষষ্ঠদফা নির্বাচনের পর কংগ্রেসের জাতীয় সম্পাদক জয়রাম রমেশ দাবি করেন, 'ইন্ডিয়া' জোট অর্ধেকের বেশি আসন পেয়ে গিয়েছে ৷ এবার সেই দাবিতে মমতা জুড়ে দিলেন, দালাল স্ট্রিটের পরিসংখ্যান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.