ETV Bharat / state

'রাজভবনে মোচ্ছব করছেন রাজ্যপাল', দলুয়াখাকির হিংসায় বোসের নীরবতা নিয়ে কটাক্ষ এসএফআইয়ের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 9:47 PM IST

Etv Bharat
রাজ্যপালকে কটাক্ষ এসএফআইয়ের

SFI Slams Governor: বাংলার রাজ্যপাল হিসেবে মেয়াদের বর্ষপূর্তি উপলক্ষে রাজভবনে কয়েকজন বৃদ্ধা ও অনাথ শিশুর সঙ্গে বৃহস্পতিবার মধ্যাহ্নভোজন সেরেছেন সিভি আনন্দ বোস ৷ অথচ দলুয়াখাকি ইস্যুতে চুপ থাকা নিয়ে রাজ্যপাল বোসকে কটাক্ষ করল এসএফআই ৷

কলকাতা, 23 নভেম্বর: রাজ্যের পঞ্চায়েত নির্বাচন কিংবা তার আগে ও পরে হিংসায় ঘটনায় সরব হতে দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে । এমনকি, আক্রান্ত পরিবারের সঙ্গেও রাজ্যপাল দেখাও করেছেন নিজে । কিন্তু, দক্ষিণ 24 পরগনার দলুয়াখাকির হিংসা নিয়ে রাজ্যপালের বিশেষ পদক্ষেপ দেখা যায়নি । যা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বৃহস্পতিবার আক্রমণ করল এসএফআই ।

এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "রাজ্যপাল খেলা দেখাচ্ছেন । যেন রাজভবনে এক বছরের বাচ্চার জন্মদিন হচ্ছে । মোচ্ছব চলছে রাজভবনে । দলুয়াখাকিতে কী ভয়ঙ্কর হিংসা চলছে । বাচ্চাদের পুকুরে ছুড়ে ফেলা হয়েছে । মমতা-অভিষেকের গুণগান গাওয়া রাজ্যপাল দলুয়াখাকি নিয়ে নীরব কেন ? সেখানে বাম কর্মী-সমর্থকদের বাড়িঘর জ্বালানো হয়েছে বলে ? নাকি বিজেপি নিষেধ করেছে ? কিন্তু, তিনি তো ভাইপোর গুণগান করেন । মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন । তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই বলে দাবি করেন । তাহলে কি তৃণমূল-বিজেপির বোঝাপড়ার কারণে বামকর্মীদের জীবনের দাম নেই রাজ্যপালের কাছে ?"

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নেতা-মন্ত্রীদের গ্রেফতারির পালটা হুঁশিয়ারি দিয়েছেন । 4 জনের পরিবর্তে 8 জনকে গ্রেফতারের কথা বলেছেন । সেই বিষয়টিকেও কটাক্ষ করেন সৃজনরা । তিনি এদিন আরও বলেন, "মুখ্যমন্ত্রী কাদের গ্রেফতারের কথা বলছেন ? ওই শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতাদের ? যারা আগে তাঁর দলে থেকে চুরি করত ?"

আগামিকাল মৌলালী যুবকেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে এসএফআই সারা ভারত মেডিক্যাল ছাত্র কনভেনশন । প্যালেস্তাইন ইস্যুতে বৃহস্পতিবার এসএফআই'য়ের সর্বভারতীয় নেতৃত্ব ময়ূখ বিশ্বাস, ভিপি সানু, দীপ্সিতা ধররা মল্লিকবাজার মোড় থেকে মৌলালি মোড় পর্যন্ত মিছিল করেন । সেই মিছিল থেকেই রাজ্যপালকে নিশানা করা হয় ।

প্রয়াত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তকে উৎসর্গ করে একটি পোর্টাল চালু করা হয়েছে । এসএফআইয়ের তরফে বলা হয়েছে, ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অফিসিয়াল পোর্টাল - 'সুদীপ্ত' -র আজ থেকে আনুষ্ঠানিক পথ চলা শুরু হল ৷ এসএফআইয়ের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম এটাই ।

আরও পড়ুন :

1 'ঘুর পথে জাতীয় শিক্ষানীতি লাগু করতে চাইছে রাজ্য,' ইটিভি ভারতকে স্পষ্ট বললেন সৃজন

2 কেন্দ্রের অনুকরণেই বাংলা শিক্ষানীতি! দাবি এসএফআইয়ের

3 হাইকোর্টের নির্দেশের পর দলুয়াখাকি গ্রামে ঢুকল এসএফআই, ক্ষতিগ্রস্তদের দিল ত্রাণ-বইখাতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.