ETV Bharat / state

হাইকোর্টের নির্দেশের পর দলুয়াখাকি গ্রামে ঢুকল এসএফআই, ক্ষতিগ্রস্তদের দিল ত্রাণ-বইখাতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 7:37 PM IST

SFI enters Joynagar village
দলুয়াখাকি গ্রামে ঢুকল এসএফআই

SFI enters Joynagar village: কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর, হাতে ত্রাণসামগ্রী ও বইখাতা নিয়ে মঙ্গলবার দলুয়াখাকি গ্রামে ঢুকল বাম ছাত্র সংগঠন এসএফআই ৷

জয়নগর, 21 নভেম্বর: কলকাতা হাইকোর্টের নির্দেশে জয়নগরের দলুয়াখাকি গ্রামে পৌঁছল বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রতিনিধি দল ৷ যদিও তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে এ দিন গ্রামে প্রবেশের অনুমতি দেয় পুলিশ ৷ এসএফআই নেতারা গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণসামগ্রী ও পড়ুয়াদের হাতে বইখাতা তুলে দেন ৷ কেন তাঁদের গ্রামে ঢুকতে এতদিন বাধা দেওয়া হচ্ছিল, আজ সেই প্রশ্ন তুলেছেন বাম নেতারা ৷

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ওঠে সিপিএমের দাখিল করা জয়নগর এলাকায় যাওয়া বিষয়ক মামলা । আদালত নির্দেশ দেয় যে, জয়নগরে ত্রাণ নিয়ে ঢুকতে পারবে বামেরা । সেই নির্দেশ মতোই মঙ্গলবার দলুয়াখাকি গ্রামে ত্রাণসামগ্রী ও পড়ুয়াদের জন্য বই খাতা নিয়ে গ্রামে ঢুকল বাম ছাত্র সংগঠন এসএফআই ।

মঙ্গলবার বিকেলে এসএফআই সভাপতি প্রতিকুর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন কর্মী ওই গ্রামে পৌঁছন । এরপর তাঁরা প্রথমে পুলিশি বাধার সম্মুখীন হন বলে অভিযোগ । পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তার পর শর্ত সাপেক্ষে মোট পাঁচজনকে গ্রামে যাওয়ার অনুমতি দেওয়া হয় । এসএফআই নেতৃত্ব গ্রামের পড়ুয়াদের জন্য বই খাতা নিয়ে ও ত্রাণসামগ্রী নিয়ে গ্রামের ভেতরে ঢোকে । শিশুদের হাতে তুলে দেওয়া হয় বই খাতা ।

নতুন বই খাতা পেয়ে আনন্দিত খুদে পড়ুয়ারা । নবম শ্রেণির এক ছাত্রী রাখিবা লস্কর বলে, "আমাদের ঘরবাড়ি সব পুড়িয়ে দিয়েছে । বই খাতা বলতে কিছু নেই ৷ ডিসেম্বরের এক তারিখ থেকে আমাদের পরীক্ষা । কীভাবে পরীক্ষা দেব বুঝে উঠতে পারছিলাম না । আজ দাদারা এসে আমাদেরকে বই খাতা দিয়ে সাহায্য করল । আমাদের গ্রামে যে সব ছাত্রছাত্রী রয়েছে, তারা খুব আনন্দিত ।"

এ বিষয়ে বাম ছাত্র সংগঠনের সভাপতি প্রতিকুর রহমান বলেন, "ঘটনার পর পুলিশের উপস্থিতিতে আমাদের কর্মী সমর্থকদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা । পুলিশ উদাসীন ভূমিকা পালন করছে । আমাদের যখন নেতৃত্বরা এলাকাবাসীর জন্য ত্রাণ নিয়ে এসেছিলেন, তখন পুলিশ আমাদের নেতৃত্বদের গ্রামে ঢুকতে বাধা দেয় । গ্রামের মানুষদের সাহায্য করতে দিচ্ছে না পুলিশ প্রশাসন । নিয়ম সবার জন্য এক হওয়া উচিত । তৃণমূলের নেতারা এই গ্রামের এক কিলোমিটারের মধ্যে মিটিং মিছিল করছেন ৷ তাঁদের ক্ষেত্রে কোনও অসুবিধা হচ্ছে না পুলিশ প্রশাসনের । আমরা মানুষের পাশে দাঁড়াতে এলেই পুলিশ প্রশাসনের এত অসুবিধা হয় কী করে । মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমাদের কোর্টের দরজায় কড়া নাড়তে হয়েছে । কোর্টের অনুমতিতেই আমরা এসেছি ৷ আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই গ্রামের মানুষের কাছে গিয়ে তাঁদেরকে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছি । আমরা চাই সকল রাজনৈতিক দলের মানুষ এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াক ।"

এ দিন দলুয়াখাকিতে গিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারকে একহাত নেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য ৷ তাঁর মতে, সবই কথার কথা ৷ এ রাজ্যে কোনও শিল্পই হবে না ৷ এ দিন তিনি রাজ্যপালের ভূমিকারও সমালোচনা করেছেন ৷

আরও পড়ুন:

  1. জয়নগরে ক্ষতিগ্রস্তদের জন্য সিপিআইএমের ত্রাণ কর্মসূচির নিরাপত্তা দেবে পুলিশ, নির্দেশ হাইকোর্টের
  2. জয়নগরে পুলিশের বাধার মুখে অম্বিকেশ মহাপাত্র, ঢুকতে পারলেন না গ্রামে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.