SFI Workers Agitation: কেন্দ্রের অনুকরণেই বাংলা শিক্ষানীতি! দাবি এসএফআইয়ের

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 7:28 PM IST

thumbnail

রাজ্য- রাজ্যপাল সংঘাতে বাংলার শিক্ষাব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে । বিজেপিকে নকল করে পশ্চিমবঙ্গে তৃণমূলী শিক্ষানীতির রূপায়ণ করা হয়েছে ৷ এরই প্রতিবাদে মঙ্গলবার পথে নামল এসএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ৷ এসএফআইয়ের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবন থেকে শিয়ালদা পর্যন্ত মিছিল করে তাঁরা । 

এ প্রসঙ্গেই এসএফআই রাজ্যে সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "শিক্ষা ক্ষেত্র নিয়ে রাজ্যপাল এবং রাজ্য সরকারের দড়ি টানাটানি ছ্যাবলামোর পর্যায়ে পৌঁছেছে । এতদিন পর্যন্ত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্যহীন ছিল ৷ রাজ্যপাল যে সমস্ত উপাচার্য নিয়োগ করেছেন তা সম্পূর্ণ বেআইনি । এই সব অবিলম্বে বন্ধ হওয়া দরকার । আর একই নীতিতে এগোচ্ছে রাজ্য সরকার ৷ দিল্লির জাতীয় শিক্ষানীতি অনুকরণ করে এরাজ্যে বাংলা শিক্ষানীতি প্রয়োগ করা হয়েছে । ফলে তৃণমূল যতই মুখে বলুক তারা বিজেপির বিরোধিতা করছে । তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন । বিজেপির নীতি অনুসরণ অনুকরণ করে রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা চলছে তা থেকে স্পষ্ট । তাই আমরা বলছি আচার্য মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল নয় শিক্ষাবিদদের থেকে  নির্বাচন করা হোক রাজ্যপাল । শিক্ষাবিদের হাতে ও ছাত্রদের হাতে শিক্ষা ব্যবস্থাকে ছেড়ে দিন ।" 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.