ETV Bharat / state

Assembly Election: ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘেরা স্ট্রং রুমে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার ইভিএম

author img

By

Published : Oct 1, 2021, 5:57 PM IST

EVMs of Jangipur and Samsherganj assembly is Under High security Base strong room in Murshidabad
ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘেরা স্ট্রং রুমে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার ইভিএম

3 অক্টোবর জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফলপ্রকাশ ৷ তার আগে দুই কেন্দ্রের 17 জন প্রার্থীর ভাগ্য বন্দি হয়ে রয়েছে জঙ্গিপুরের গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে ৷ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে ইভিএম ৷ যেখানে সিসিটিভি’র পাশাপাশি 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৷

জঙ্গিপুর, 1 অক্টোবর : জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা নির্বাচনে লড়েছেন মোট 17 জন প্রার্থী ৷ এই 17 জনের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে ৷ এবার ফলপ্রকাশের পালা ৷ তার আগে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে জঙ্গিপুর গর্ভমেন্ট পলিটেকনিক কলেজে তৈরি করা স্ট্রং রুমে তালাবন্ধ করে দেওয়া হল ওই 17 জন্য প্রার্থীর ভাগ্যকে ৷ সিসিটিভি ক্যামেরা এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে ইভিএমগুলি রাখা হয়েছে ৷

বৃহস্পতিবার জঙ্গিপুর ও সমাশেরগঞ্জ বিধানসভার নির্বাচন ছিল ৷ যার মধ্যে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের 2 লক্ষ 35 হাজার 501 জন ভোটার ৷ তাঁদের মধ্যে 76.12 শতাংশ ভোটার ভোট দিয়েছেন ৷ এই কেন্দ্রে মোট 9 জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৷ অন্যদিকে, সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা 2 লক্ষ 54 হাজার 715 জন ৷ তার মধ্যে 78.60 শতাংশ ভোট পড়েছে ৷ এই কেন্দ্রে মোট 8 জন প্রার্থী নির্বাচনে লড়েছেন ৷ মোট 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই দুই কেন্দ্রে নির্বাচন হয়েছে ৷

আরও পড়ুন : Dilip Ghosh : অবাঙালি তত্ত্ব উড়িয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের লড়াইকে কুর্নিশ দিলীপের

গতকাল ভোট শেষ হতেই দুই বিধানসভার 692টি বুথের ইভিএম রাতেই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে ঢুকিয়ে দেওয়া হয়েছে ৷ সেখানে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ আগামী 3 অক্টোবর রবিবার ফলপ্রকাশ হবে এই দুই বিধানসভা কেন্দ্রের ৷ যদিও এই দুই বিধানসভা কেন্দ্রের ফলাফলে সরকারে কোনও প্রভাব পড়বে না ৷ কিন্তু, ভোট পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষ বর্তমানে কী ভাবছেন, সে নিয়ে একটা ধারণা তৈরি হবে বলে মনে করছে রাজনীতির কারবারিরা ৷ আর যার প্রভাব রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর পড়বে বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Flood Situation: মমতার ‘ম্যান মেড বন্যা’ তত্ত্বে আদালতে যাওয়ার পরামর্শ অধীরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.