ETV Bharat / state

Flood Situation: মমতার ‘ম্যান মেড বন্যা’ তত্ত্বে আদালতে যাওয়ার পরামর্শ অধীরের

author img

By

Published : Oct 1, 2021, 5:28 PM IST

Adhir Chowdhury Blame Government of West Bengal for Flood Situation in State
মমতার ‘ম্যান মেড বন্যা’ তত্ত্বে আদালতে যাওয়ার পরামর্শ অধীরের

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে এবার রাজ্যকেই দুষলেন অধীর চৌধুরী ৷ দক্ষিণবঙ্গের বন্যার জন্য রাজ্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ অভিযোগ করলেন রাজ্য সরকার কাজ না করায় বাঁধ মেরামতি হয়নি ৷

মুর্শিদাবাদ, 1 অক্টোবর : বন্যা পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দুষলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে গিয়েছে ৷ যার জন্য রাজ্য সরকারের গাফিলতিকে দায়ী করলেন অধীর ৷ আজ বহরমপুরে এক সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের অনীহার জন্য নদীর বাঁধ মেরামতি ও নতুন বাঁধ তৈরির কাজ হচ্ছে না ৷ আর সেই কারণেই কেন্দ্রে পাঠানো টাকা ফেরত যাচ্ছে ৷ এদিন অধীর বলেন, ‘‘রাজ্যের খরস্রোতা নদীগুলির বাঁধ আরও উঁচু হওয়া দরকার ৷ বাঁধের ভাঙন এবং বন্যা পরিস্থিতি আটকাতে একাধিক মাস্টার প্ল্যান প্রয়োজন ৷’’ সেইসঙ্গে আজ মুখ্য়মন্ত্রীর ‘ম্যান মেড বন্যা’র অভিযোগ নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন বহরমপুরের সাংসদ ৷

লাগাতার বৃষ্টির জেরে ডিভিসি তাদের বাঁধের জল ছেড়েছে ৷ আর তার জেরে ফের একবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ যা নিয়ে ডিভিসির বিরুদ্ধে ফের একবার ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, রাজ্য সরকারের অনুমতি ছাড়াই প্রতিবারের মতো এবারেও জল ছেড়েছে ডিভিসি ৷ আর সেই অতিরিক্ত জল ছাড়ার কারণেই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ কিন্তু, মমতার সেই অভিযোগ মানতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷ তিনি বলেন, ‘‘আমরা নিম্ন অববাহিকায় বাস করছি ৷ ফলে জল ছাড়ার প্রয়োজন হলে ডিভিসি জল ছাড়বেই এবং অবশ্যই তার জন্য সরকারের অনুমতি নেওয়া হয় ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee: রাজ্যকে না-জানিয়ে ডিভিসি জল ছাড়ায় ফের ম্যানমেড বন্যার তত্ত্ব মমতার

অধীর জানান, জল ছাড়া হবেই ৷ কিন্তু, রাজ্য সরকারকে বাঁধ আরও মজবুত এবং উঁচু করতে হবে ৷ রাজ্য সরকারের ব্যর্থতার কারণেই কেন্দ্রের পাঠানো টাকা ফেরত যাচ্ছে ৷ বাঁধের কোনও কাজ সেচ দফতর ঠিক মতো করে না বলে অভিযোগ করেন অধীর ৷ তাঁর কথায়, 439 কোটি টাকা খরচ করে কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল কান্দি মহকুমাকে বাঁচাতে ৷ এমন আরও অনেক জায়গায় মাস্টার প্ল্যান দরকার বলে মনে করেন অধীর ৷

আরও পড়ুন : Weather Forecast : পুজোয় কি এবার বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি ?

পাশাপাশি মুখ্যমন্ত্রীর ম্যান মেড বন্যা তত্ত্বকেও খারিজ করে দিয়েছেন অধীর ৷ এনিয়ে তিনি বলেন, ‘‘বন্যা ম্যান মেড, না সরকার মেড, না প্রকৃতি মেড তা সবার জানা ৷ যদি ম্যান মেড হয় তাহলে এর বিরুদ্ধে রাজ্য সরকারের আদালতের দ্বারস্থ হওয়া দরকার ৷ কারণ ম্যান মেড হলে, তা অবশ্যই খুনের ঘটনার সামিল ৷’’

আরও পড়ুন : Building Submerged: ঘাটালে ঝুমি নদীর জলে ভেঙে পড়ল দোতলা বাড়ি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.