ETV Bharat / city

Dilip Ghosh : অবাঙালি তত্ত্ব উড়িয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের লড়াইকে কুর্নিশ দিলীপের

author img

By

Published : Oct 1, 2021, 4:58 PM IST

dilip ghosh praises priyanka tibrewal for her fight in bhabanipur by-poll
Dilip Ghosh : অবাঙালি তত্ত্ব উড়িয়ে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের লড়াইকে কুর্নিশ দিলীপের

প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মতো লড়াকু প্রার্থী ছিলেন বলেই ভবানীপুরে বিজেপির পক্ষে টক্কর দেওয়া সম্ভব হয়েছে ৷ অন্য কেউ সেখানে ঢুকতেই পারতেন না ৷ অবাঙালি বিতর্কে ইতি টেনে মন্তব্য দিলীপ ঘোষের ৷

কলকাতা, 1 অক্টোবর : ভবানীপুরের (Bhabanipur) উপনির্বাচনে বিজেপির প্রার্থী বাছাইয়ে বড়সড় গলদ হয়েছে বলে দাবি করেছেন দলের নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্য়ায় (Joy Banerjee) ৷ তাঁর মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে অবাঙালি প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে (Priyanka Tibrewal) লড়াইয়ে নামিয়েই নাকি ভুল করেছে গেরুয়াশিবির ৷ আর তাতেই 50 হাজারেরও বেশি ভোটে মমতার জয় পাকা হয়ে গিয়েছে ৷ দলীয় সহকর্মীর এমন মন্তব্যে বেজায় চটেছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর সাফ কথা, যাঁরা মাঠে নামেন না, তাঁরা কী বললেন, তাতে কিছুই যায় আসে না ৷

আরও পড়ুন : Bhabanipur By-Poll : ভবানীপুরে জিতবেন মমতা, ভুলের মাশুল দেবে বিজেপি; বিস্ফোরক জয় বন্দ্যোপাধ্যায়

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হিন্দুত্বের মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্য়ায় তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়ার ছিল বাঙালিয়ানা ৷ ঘাসফুলশিবিরের রণকৌশল যে সঠিক ছিল, ভোটের ফলই তার প্রমাণ ৷ পরবর্তীতে ভবানীপুর উপনির্বাচনেও মমতা ‘ঘরের মেয়ে’ হয়েই বাসিন্দাদের দুয়ারে পৌঁছে গিয়েছেন ভোট চাইতে ৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও আগাগোড়া প্রচারে ঝড় তুলেছেন ৷ কিন্তু, তারপরও ওয়াকিবহাল মহলের একটা বড় অংশই মনে করছেন, ভবানীপুরে মমতার জয় একপ্রকার নিশ্চিত ৷

এর পিছনে বাঙালি বনাম অবাঙালি তত্ত্বই খুঁজে পেয়েছেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, মমতার বিরুদ্ধে অবাঙালি একজনকে ভোটে দাঁড় করানোয় দলের অন্দরেই অসন্তোষ তৈরি হয়েছে ৷ যদিও এই দাবি মানতে নারাজ দিলীপ ৷ এই প্রসঙ্গে তাঁর অভিমত, দলে কোটি কোটি সদস্য আছেন ৷ তাই তাঁদের নানা মত থাকতেই পারে ৷ তাই বিষয়টিকে পাত্তা দিতে নারাজ দিলীপ ঘোষ ৷ পাল্টা তাঁর দাবি, প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মতো লড়াকু প্রার্থী ছিলেন বলেই ভবানীপুরে বিজেপির পক্ষে টক্কর দেওয়া সম্ভব হয়েছে ৷ অন্য কেউ নাকি সেখানে ঢুকতেই পারতেন না ৷ তাহলে কি প্রিয়াঙ্কা ছাড়া অন্য আর কারও উপর ভরসা রাখতে পারেনি বিজেপি নেতৃত্ব ? এই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি ৷

প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মতো লড়াকু প্রার্থী ছিলেন বলেই ভবানীপুরে বিজেপি-র পক্ষে টক্কর দেওয়া সম্ভব হয়েছে ৷ দাবি দিলীপ ঘোষের ৷

আরও পড়ুন : Mamata Banerjee Win: মমতার জয়ের জন্য বারাসতের তৃণমূল কর্মীদের যজ্ঞ

পাশাপাশি, ভবানীপুর নিয়ে ফের একবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন দিলীপ ৷ তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে জেতাতেই ভোট করিয়েছে কমিশন ৷ সেই কারণেই ভোটের দিন বিজেপি প্রার্থী একাধিক অভিযোগ করলেও কোনও পদক্ষেপ করেনি তারা ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি দিলীপ ও তাঁর দলও ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জয় নিয়ে নিশ্চিত ? তা না হলে কেন তাঁরা কমিশন মমতাকে জেতাতেই ভোট করিয়েছে বলবেন ? এই প্রশ্নেরও উত্তর অধরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.