ETV Bharat / state

নানুরে অনুব্রতর গ্রামে আক্রান্ত 2 বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : Mar 24, 2021, 10:07 AM IST

আক্রান্ত 2 বিজেপি কর্মী
আক্রান্ত 2 বিজেপি কর্মী

গতকাল নানুরের বাসাপাড়া বাসস্ট্যান্ডে বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহাকে নিয়ে মিছিল করেন দলের কর্মী-সমর্থকেরা । সেখানে পুলিশের সামনেই বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি দুই পক্ষই ৷ এরপর গতকাল রাতে হাটসেরান্দী গ্রামে দুই বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

নানুর, 24 মার্চ : নানুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা ৷ গতকাল নানুরের বাসাপাড়া বাসস্ট্যান্ডে তাঁর প্রচার মিছিল চলাকালীন পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল বিজেপি ও তৃণমূল যুযুধান দুই পক্ষ ৷ এরপর রাতে হাটসেরান্দী গ্রামে দুই বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ প্রহারের চোটে একজনের হাত ভেঙে যায় ৷ রক্তাক্ত অবস্থায় দু'জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পুরো গ্রাম। ঘটনাস্থানে আসে পুলিশ বাহিনী ৷

2010 সাল থেকে নানুরবাসী এলাকায় ঘাসফুলের পতাকা উড়তে দেখেছে ৷ হালে সেখানে বিজেপির সংগঠন হওয়ায় উড়ছে গেরুয়া পতাকা ৷ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রাম নানুরের হাটসেরান্দী। এই গ্রামেই বড় হয়ে ওঠা তাঁর। এবার সেই গ্রামেই আক্রান্ত বিজেপি কর্মীরা।

বিজেপির অভিযোগ , গতকাল নানুরের হাটসেরান্দী গ্রামে দলীয় প্রার্থী তারকেশ্বর সাহার সমর্থনে প্রচার মিছিল করেন বিজেপি কর্মী-সমর্থকরা। এরপর রাতে তাঁদের উপর হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ দু'জন গুরুতর জখম হন ৷ পরে তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ বাহিনী ৷

আরও পড়ুন :বিজেপি-তৃণমূলের হাতাহাতিতে উত্তপ্ত নানুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.