thumbnail

সন্দেশখালির ঘটনায় মর্মাহত, প্রার্থীর সমর্থনে বসিরহাটের সভা থেকে বললেন মমতা - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 2:23 PM IST

Updated : May 21, 2024, 3:04 PM IST

CM Mamata Banerjee Live: বসিরহাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে জনসভা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ মঙ্গলবার বসিরহাটের সুইজগেট মাঠে জনসভা করছেন তিনি ৷ 1 জুন তথা সপ্তম দফায় ভোট হবে বাংলার এই কেন্দ্রে ৷ 2009 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়াই করেন নুরুল ৷ সিপিআই প্রার্থী অজয় চক্রবর্তীকে 60 হাজার ভোটে হারান তিনি ৷ যদিও 2014 সালের নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী হন ইদ্রিশ আলি ৷ 2019 সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে অভিনেত্রী নুসরত জাহানকে প্রার্থী করে দল ৷ এবার ফের তাঁর উপরেই ভরসা রেখেছে দল ৷ নির্বাচনের আগে রাজ্য-রাজনীতি তোলপাড় হয় বসিরহাটের অন্তর্গত সন্দেশখালির ঘটনায় ৷ নুরুলের বিপক্ষে সন্দেশখালি আন্দোলনের অন্যতম প্রধান মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি ৷ এই আবহে আজ প্রথম নির্বাচনী প্রচারে বসিরহাটে মুখ্যমন্ত্রী ৷ এই আবহে তিনি কী বক্তব্য রাখেন, সেদিকে তাকিয়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷        
Last Updated : May 21, 2024, 3:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.