কলকাতা, 21 মে: ভোটের মাঝেই বিজেপির বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে ভারতীয় জনতা পার্টি । আদর্শ আচরণবিধি লঙ্ঘন করায় সমস্ত বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিল কমিশন ৷ সোমবার অবিলম্বে এই বন্ধের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ ভারতীয় জনতা পার্টির আইনজীবীদের।
বিজেপির তরফে আইনজীবী জয়দীপ কর এদিন বলেন, "নির্বাচন কমিশন যে শো-কজ নোটিশ দিয়েছিল তার উত্তর আজ অর্থাৎ মঙ্গলবার দেওয়ার কথা বিজেপির। তার আগেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জরুরি ভিত্তিতে মামলার শুনানি করার আর্জি।আগামিকাল মামলাটি শুনবেন বলে জানালেন প্রধান বিচারপতি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে গত 4 মে থেকে দফায় দফায় বিজেপি বেশ কিছু সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে দাবি করে এর বিরুদ্ধে মামলা করে তৃণমূল।"
তিনি আরও বলেন, "বিচারপতি সব্যসাচী ভট্টচার্য্যের পর্যবেক্ষণ ছিল, শুধু এমসিসি ভঙ্গ করা নয়, ওইসব বিজ্ঞাপন মামলাকারীর সংবিধানের 19 ও 21 ধারায় প্রাপ্ত অধিকারও হরণ করেছে। আর এক্ষেত্রে হাইকোর্ট কাঠগড়ায় তুলেছে নির্বাচন কমিশনকে। একের পর এক অভিযোগ পাওয়ার পরও কেন 18 মে কমিশন বিজেপিকে শো-কজ নোটিশ পাঠাল? এছাড়াও 21 মে কেন তার জবাবদিহির তারিখ রাখল তা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত।" এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিজেপির তরফে আইনজীবীরা বলেন, "নির্বাচন কমিশনের শো-কজের উত্তর দেওয়ার আগেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামিকাল এই মামলার শুনানি ৷
আরও পড়ুন: