ETV Bharat / state

Suvendu Dig At Mamata: আইনশৃঙ্খলায় রাজ্যের স্কোর 'এফ', হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশে মমতাকে তোপ শুভেন্দুর

author img

By

Published : Apr 5, 2023, 7:05 PM IST

আইনশৃঙ্খলায় রাজ্য সরকারের স্কোর 'এফ' ৷ হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, তাকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন শুভেন্দু অধিকারী ৷
Suvendu Mamata ETV bharat
শুভেন্দু মমতা

কলকাতা, 5 এপ্রিল: হনুমান জয়ন্তীতে রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আদালতের এই আদেশকে হাতিয়ার করে রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি টুইটে লিখেছেন, আদালতের এই নির্দেশই রাজ্যের মার্কশিট ৷ যেখানে আইনশৃঙ্খলায় 'এফ' গ্রেড পেয়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার ৷

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যে হিংসার আগুন জ্বলতে দেখেছে মানুষ ৷ হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়ায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়েছে ৷ আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার হনুমান জয়ন্তী ৷ রামনবমীর মতোই যাতে এই উৎসবেও রাজ্যে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

বুধবার সেই মামলার শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে ৷ আদালত নির্দেশ দেয় যে, হনুমান জয়ন্তীতে রাজ্যে আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে, তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশের পাশাপাশি প্রয়োজনে নিরাপত্তার দায়িত্ব দিতে হবে কেন্দ্রীয় বাহিনীকে ৷

আদালতের এই নির্দেশ নিয়েই আজ রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর মতে, এই নির্দেশই বলে দেয় যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ অবস্থায় রয়েছে ৷ টুইটে বিরোধী দলনেতা লিখেছেন, "হনুমান জয়ন্তীর মিছিলে শান্তি বজায় রাখতে পুলিশকে সহায়তা করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করার নির্দেশ দিয়েছে মাননীয় কলকাতা হাইকোর্ট ।" রাজ্য়ের স্বরাষ্ট্রমন্ত্রক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি আরও লিখেছেন যে, "এটিই আপনাদের মার্কশিট রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রক এবং মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আইনশৃঙ্খলায় আপনাদের স্কোর 'এফ'৷"

  • The Hon'ble Calcutta High Court directs the WB Govt to make requisitions for deployment of Central Forces for assisting the Police in maintaining peace during Hanuman Jayanti Processions.

    This is your marksheet @HomeBengal & @MamataOfficial; and you score an "F" in Law & Order.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিল করার জন্য 2 হাজার আবেদন এসেছে রাজ্যের কাছে ৷ হনুমান জয়ন্তীর জন্য রাজ্য কিছু নতুন পদক্ষেপ করেছে বলেও জানান তিনি ৷

আরও পড়ুন: হনুমান জয়ন্তীর মিছিলে রাজ্য পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.