ETV Bharat / state

Kolkata Medical College Student Election: কর্তৃপক্ষের নির্দেশ ছাড়াই ভোট শুরু কলকাতা মেডিক্যালে

author img

By

Published : Dec 22, 2022, 10:19 AM IST

Updated : Dec 22, 2022, 11:21 AM IST

Medical College
ETV Bharat

নির্বাচনের দাবিতে সম্প্রতি অনশন করেছেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা ৷ সোমবার তা তুলে বিক্ষোভকারীরা জানিয়েছিলেন ভোট হবে বাইশে ৷ আজ নিজেরাই ভোট প্রক্রিয়া শুরু করলেন চিকিৎসক পড়ুয়ারা (Medical College and Hospital, Kolkata) ৷

কলকাতা, 22 ডিসেম্বর: কর্তৃপক্ষ নির্দেশ না দিলেও নিজে থেকে ভোট করার সিদ্ধান্ত নিল মেডিক্যাল কলেজের পড়ুয়ারা । 22 ডিসেম্বর অর্থাৎ আজ, বৃহস্পতিবার সকাল 10 টা থেকে বিকাল 3টে পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া ৷ তারপর শুরু হবে ভোট গণনা ৷ তবে এই বিষয়ে কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি ৷ নির্বাচন প্রক্রিয়ার জন্য অ্যাকাডেমিক হল বেছে নেওয়া হয়েছে । সেখানে চলছে ভোট গ্রহণ (Student Election in Kolkata Medical College and Hospital) ।

মেডিক্যাল কলেজের পড়ুয়ারা ভোট ঘিরে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল । বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, এই ভোটে যাতে স্বচ্ছতা বজায় থাকে তাই নির্বাচন প্রক্রিয়াটির ভার্চুয়ালি ও ভিডিয়োগ্রাফি করা হবে ৷ নির্বাচনের রিটার্নিং অফিসার সুজাত ভদ্র ৷ 2019 থেকে 2023 শিক্ষাবর্ষের পড়ুয়াদের ভোটাধিকার রয়েছে ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল 20 ডিসেম্বর সকাল 10টা থেকে 21 ডিসেম্বর সকাল 10টা পর্যন্ত ৷ মনোনয়নপত্র অনলাইনে জমা দেওয়া হয়েছে ৷

21 ডিসেম্বর প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে ৷ চারটি বর্ষের পাঁচটি করে মোট 20টি পদে ভোটে হবে ৷ আন্দোলনকারীদের মধ্যে সাবিত হোসেন ও প‍্রত‍্যুষকিরণ সরকার প্রার্থী হয়েছেন ৷ পড়ুয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও রাজনৈতিক দলের ব‍্যানারে ভোট হচ্ছে না ৷ প্রার্থীরা নিজের ইচ্ছায় ভোটে প্রার্থী হয়েছে ৷

আরও পড়ুন: আগামিকাল থেকে আমরণ অনশনের ডাক মেডিক্যাল কলেজ পড়ুয়াদের

প্রসঙ্গত, 5 ডিসেম্বর রাত থেকে নির্বাচনের দাবিতে অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন মেডিক্য়াল কলেজের পড়ুয়ারা ৷ বিভিন্ন বিভাগীয় প্রধানদের আটকে রাখা হয় ৷ এতে হাসপাতালের রোগী পরিষেবায় বিঘ্ন ঘটে ৷ এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন এক রোগীরা ৷ আন্দোলনকারীরা নির্বাচনের দাবিতে অনড় ছিলেন ৷ তাঁরা জানিয়েছিলেন, 22 ডিসেম্বর নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অধ্যক্ষ ৷ সেই বয়ান কী ভাবে বদলে গেল, প্রশ্ন তুলেছিলেন বিক্ষোভরত পড়ুয়ারা ৷

এরপর অনশনের পথ বেছে নেন তাঁরা ৷ 8 ডিসেম্বর পাঁচজন মেডিক্যাল পড়ুয়া অনশন (Student Union Council Election) চালু করেন ৷ তারপর আর 2 জন যোগ দেয় অনশন আন্দোলনে । এতে অসুস্থ হয়ে পড়েন এক পড়ুয়া ৷ এমার্জেন্সিতে তাঁর চিকিৎসা হয় ৷ টানা 12 দিন অনশনের পর সোমবার সন্ধ্যায় নাগরিক মিছিলের পর অনশন তুলে নেন তাঁরা ৷

19 ডিসেম্বর সন্ধ্যায় তাঁরা জানান, 22 ডিসেম্বর নির্বাচন হবে ৷ চারজন বিশিষ্ট নাগরিক- সুজাত ভদ্র, চিকিৎসক বিনায়ক সেন, অধ্যাপক আম্বিকেশ মহাপাত্র ও সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় এই নির্বাচন পরিচালনা করবেন ৷ তবে এই রকম নির্বাচন আদৌ সম্ভব কিনা, তা স্পষ্ট ছিল না কর্তৃপক্ষের কাছে ৷ এই ভোটের বৈধতা কতটা, তা নিয়েও প্রশ্ন রয়েছে ৷

আরও পড়ুন: অনশন তুললেন মেডিক্যাল পড়ুয়ারা, নির্বাচন হবে বাইশেই

Last Updated :Dec 22, 2022, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.