কলকাতায় এসেও হল না সাক্ষাৎ ! টেলিফোনেই কথা হল লালু-মমতার

কলকাতায় এসেও হল না সাক্ষাৎ ! টেলিফোনেই কথা হল লালু-মমতার
Lalu Prasad Yadav claims to have telephonic conversation with Mamta Banerjee.শহর ছাড়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর টেলিফোনিক কথাবার্তার বিষয়ে জানিয়েছেন লালু প্রসাদ যাদব নিজেই। তাঁর দাবি, তাঁর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। তবে কী নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি লালু প্রসাদ। তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সুপ্রিমোর তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এই বিষয়ে।
কলকাতা, 19 নভেম্বর: কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বলে দাবি করলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। পাশাপাশি ইন্ডিয়া জোট প্রসঙ্গে তার মন্তব্য, "এই জোটের ভবিষ্যৎ খুবই ভাল।" বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত কাজে কলকাতায় আসেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ৷ তাঁর সঙ্গেই ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। রবিবার দুপুরে কলকাতা থেকে ফিরে যান তাঁরা। কলকাতা বিমানবন্দরে ঢোকার মুখে লালু প্রসাদ যাদব জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সামনা সামনি কথা না হলেও, টেলিফোনে কথা হয়েছে।
পারিবারিক অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে লালুপ্রসাদের সাক্ষাৎ নিয়ে। ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠানের ফাঁকে সেই সাক্ষাতের সুযোগ হয়নি দুই দলের শীর্ষ নেতা-নেত্রীর। তবে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে লালু প্রসাদের। দু'জনে বেশ কিছুক্ষণ টেলিফোনে কথা বলেছেন বলেই খবর।
শহর ছাড়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর টেলিফোনিক কথাবার্তার বিষয়ে জানিয়েছেন লালু প্রসাদ যাদব নিজেই। তাঁর দাবি, তাঁর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। তবে কী নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি লালু প্রসাদ। তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সুপ্রিমোর তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এই বিষয়ে। তবে সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় লালু প্রসাদ যাদবের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। তাঁর দীর্ঘায়ুও কামনা করেছেন মমতা।
একই সঙ্গে, এই বছর দশেরা ও ছট উপলক্ষে লালু প্রসাদকে শুভেচ্ছাও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। অন্যদিকে লালু প্রসাদ যাদবের তরফ থেকেও মুখ্যমন্ত্রীর পায়ের চোটের বিষয়ে খবর নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সুস্থতাও কামনা করেছেন তিনি। তবে দু'জন রাজনৈতিক নেতা মুখোমুখি হলে তাদের মধ্যে যে কোনও রাজনৈতিক কথাবার্তা হয় এমনটা অনেকেই মানেন। যেহেতু তারা উভয়েই 'ইন্ডিয়া' জোটের অংশীদার তাই জল্পনা আরও অনেক বেশি ছিল। তবে তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি।
আরও পড়ুন
