ETV Bharat / state

বিশ্বকাপ ফাইনালে জায়ান্ট স্ক্রিনের সামনে বসে ভারতকে সমর্থন মদন-ফিরহাদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 4:53 PM IST

World Cup Final 2023: ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ৷ আর সেই ফাইনাল জ্বরে কাবু সকল ভারতীয় ৷ বাদ পড়লেন না মদন মিত্র এবং ফিরহাদ হাকিমও ৷ ভারতের সমর্থনে জায়ান্ট স্ক্রিনের সামনে বসে ম্যাচ দেখবেন তাঁরা ৷

etv bharat
etv bharat

কলকাতা, 19 নভেম্বর: এখন বলে নয়, ছাত্র জীবন থেকেই খেলাধুলো নিয়ে বেশ আবেগপ্রবণ কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ আজ ভারত বনাম অস্ট্রেলিয়া হাইভোল্টেজ বিশ্বকাপ ফাইনাল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ তিনি মাঠে যেতে না পারলেও, ম্যাচের একটি মুহূর্তও মিস করতে চাইছেন না মদন মিত্র ৷ তাই ভাবনীপুরে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সবার সঙ্গে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করবেন তিনি ৷ অন্যদিকে, চেতলায় নিজের পাড়ায় সবার সঙ্গে বসে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

ফুটবল বিশ্বকাপের সময় কাতারে গিয়ে খেলা দেখেছিলেন মদন মিত্র ৷ এবার ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছে ৷ ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখেছিলেন ৷ তবে, আজকের ফাইনাল ম্যাচ মাঠে গিয়ে দেখা হচ্ছে না তাঁর ৷ কিন্তু, আজ ইটিভি ভারতকে ফোনে তিনি জানান, তৃণমূল সদস্য ও সমর্থকদের নিয়ে ভবানীপুরে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন বিধায়ক ৷ এ দিন তিনি বলেন, ‘‘বিগত ম্যাচগুলি যেভাবে ভারত খেলেছে, তাতে জয় ছাড়া কিছু ভাবছি না ৷ তাই জায়ান্ট স্ক্রিনের পর্দা থেকে চোখ সরাতে পারব না ৷’’

বিশ্বকাপকে জনসংযোগের মাধ্যমে করে নিজের এলাকায় বিশ্বকাপ ফাইনাল জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করেছেন অনেক ছোট বড় নেতাই ৷ মদন মিত্র অবশ্য নিজের বিধানসভা ক্ষেত্রে নয়, থাকছেন ভবানীপুরে তাঁর যে বাড়ি রয়েছে সেখানে ৷ ভারতের জার্সি পড়েই রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের জন্য গলা ফাটাবেন তিনি ৷

তবে শুধু মদন নয়, এ দিন বিশ্বকাপ জ্বরে ফুটছে চেতলাও ৷ জানা গিয়েছে চেতলায় জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখানোর ব্যবস্থা করা হয়েছে ৷ সেখানে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তবে, পুরো খেলা বসে দেখা যাবে কিনা বলা মুশকিল ৷ বিশ্বকাপ ফাইনালের পাশাপাশি আজ ছটপুজো রয়েছে ৷ মেয়র হিসাবে তাঁকে ছটের অনুষ্ঠানেও যোগ দিতে হবে ৷ তবে, সবদিক সামলে চেতলায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতেও উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম ৷

আরও পড়ুন:

  1. 'ক্রিকেট ঈশ্বরে'র আশীর্বাদ নিয়ে মহারণে ভারত, প্রথমে ব্যাট পেয়ে বড় রানের লক্ষ্যে রোহিতরা
  2. সারা গায়ে আঁকা তেরঙা, খালি গায়েই 12 ঘণ্টার ট্রেন সফর করে মোতেরায় কর্ণাটকের যুবক
  3. রাহুল দ্রাবিড়, যিনি ভারতীয় দলকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছেন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.