নির্বাচনী প্রচারেও বিশ্বকাপের আঁচ ! কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে রান-আউটের প্রসঙ্গ মোদির মুখে

নির্বাচনী প্রচারেও বিশ্বকাপের আঁচ ! কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে রান-আউটের প্রসঙ্গ মোদির মুখে
PM Modi Slams Rajasthan Congress: কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে এবার সেই ক্রিকেটকেই উদাহরণ হিসাবে টানলেন প্রধানমন্ত্রী মোদি ৷ ভোটমুখী রাজ্যের চুরু জেলার তারানগরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী রাজ্যের দ্রুত উন্নয়ন নিশ্চিত করার জন্য 25 নভেম্বর রাজস্থান বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ভোট দেওয়ার আহ্বান জানান।
জয়পুর, 19 নভেম্বর: নির্বাচনী প্রচারেও বিশ্বকাপের আঁচ ৷ কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে এবার ক্রিকেটকেই উদাহরণ হিসাবে টানলেন প্রধানমন্ত্রী মোদি ৷ রবিবার জয়পুরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "রাজস্থান কংগ্রেস নেতৃত্ব অনেকটা ক্রিকেট দলের মতো ৷ যার ব্যাটসম্যানরা একে অপরকে রান-আউট করার চেষ্টায় পাঁচ বছর কাটিয়ে দিয়েছে।"
ভোটমুখী রাজ্যের চুরু জেলার তারানগরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী রাজ্যের দ্রুত উন্নয়ন নিশ্চিত করার জন্য 25 নভেম্বর রাজস্থান বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ভোট দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী মোদি কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, "এই দলের নেতারা উন্নয়নের শত্রু হয়ে আছে এবং শত্রুই থাকবে। কংগ্রেস নেতৃত্ব এবং ভাল উদ্দেশ্যের মধ্যে সম্পর্ক আদতে আলো এবং অন্ধকারের মতো।"
কয়েক দশক ধরে 'ওয়ান ব়্যাংক, ওয়ান পেনশন' (ওআরওপি) স্কিমের বিষয়ে প্রাক্তন সৈন্যদের বিভ্রান্ত করার জন্য এদিন পালটা কংগ্রেসকেই অভিযুক্ত করেছেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, "কংগ্রেসের অপশাসনের কারণে রাজস্থানে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব এখন নাগালের বাইরে চলে গিয়েছে।" এর আগে, রাজস্থানের বুন্দিতে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি বলেছিলেন, "প্রধানমন্ত্রী মোদির উচিত 'ভারত মাতা কি জয়' স্লোগান না-তুলে 'আদানিজি কি জয়' বলা।" তিনি প্রধানমন্ত্রীকে কৃষক ও শ্রমিকদের উপেক্ষা করার এবং দুটি হিন্দুস্তান তৈরি করারও অভিযোগ করেছিলেন ৷ রাহুলের দাবি, "একটি হিন্দুস্তান আদানির জন্য এবং অন্যটি দেশের দরিদ্র মানুষের জন্য।"
এদিন রাহুলের সেই মন্তব্যেরও তীব্র সমালোচনা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায় ৷ একই সঙ্গে, নাম না-করে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং সচিন পাইলটের দ্বন্দ্বকেও খোঁচা দিয়েছেন মোদি ৷ আগামী 25 নভেম্বর রাজস্থানে ভোট ৷ ভোটের ফল আগামী 3 ডিসেম্বর ৷ (পিটিআই)
আরও পড়ুন
