ETV Bharat / sports

টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা মোদি-মমতার, স্টেডিয়ামে পৌঁছল রোহিত ব্রিগেড

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 12:55 PM IST

Updated : Nov 19, 2023, 1:54 PM IST

World Cup Final 2023: মহারণ শুরু হতে বাকি আর মাত্র কিছুক্ষণ ৷ ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ঘিরে দেশজুড়ে উত্তেজনার পারদ চড়ছে ৷ ম্যাচের আগে ভারতীয় শিবিরকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে মোতেরা স্টেডিয়াম পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়াও ৷

টিম ইন্ডিয়াকে শুভেচ্ছাবার্তা মোদির
World Cup Final 2023

আমেদাবাদ, 19 নভেম্বর: বিশ্বকাপ মহাযুদ্ধের আজ অন্তিম পর্ব ৷ 5 অক্টোবর থেকে শুরু হয়েছিল 2023 সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ৷ দু'দশক আগে এক ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই স্বপ্নভঙ্গ হয়েছিল সৌরভের ভারতের। আজ মোতেরায় সেই হারের বদলা নিতে পারবে রোহিতের ভারত? প্রশ্ন দেশবাসীর মনে ৷ রবিবার মহারণের জন্য খানিক আগেই মোতেরা স্টেডিয়ামে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া ৷

  • All the best Team India!

    140 crore Indians are cheering for you.

    May you shine bright, play well and uphold the spirit of sportsmanship. https://t.co/NfQDT5ygxk

    — Narendra Modi (@narendramodi) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে ভারতীয় দলকে এক্সে (টুইট) শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারতীয় শিবিরকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রোহিত ব্রিগেডকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহিল গান্ধিও ৷ রবিবার বিসিসিআইয়ের তরফেও ভারতকে শুভেচ্ছা জানিয়ে টুইট করা হয়েছে ৷ মোদি এ দিন টুইটে লেখেন, "অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া!140 কোটি ভারতীয় আপনার জন্য উল্লাস করছে।আপনি উজ্জ্বল হয়ে উঠুন, ভালো খেলুন এবং ক্রীড়াঙ্গনের চেতনা বজায় রাখুন।"

  • Best wishes and good luck prayers for Team India on a great historic occasion and on the eve of a most dramatic battle of cricket in the world arena!! The entire nation awaits your march and triumph, your command and ascent to pinnacle!!

    Make us proud, players, make us glorious…

    — Mamata Banerjee (@MamataOfficial) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যা এক্সে লিখেছেন, "বিশ্ব ক্রিকেট অঙ্গনে ক্রিকেটের সবচেয়ে নাটকীয় লড়াইয়ের প্রাক্কালে এক মহান ঐতিহাসিক অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।" সমগ্র জাতি আপনার বিজয়ের জন্য অপেক্ষা করছে, আপনার আদেশের জন্য অপেক্ষা করছে এবং আপনার চূড়ায় আরোহণের জন্য অপেক্ষা করছে ৷" রাহল গান্ধি এক্সে লিখেছেন, "ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের জন্য নীল রঙের ছেলেদের শুভেচ্ছা। নির্ভয়ে খেলুন-আপনার জন্য এক বিলিয়নেরও বেশি হৃদয় স্পন্দিত হয় ৷ বিশ্বকাপ ঘরেই আনো ৷ ভারত জিতবে ৷"

  • Best wishes to the boys in blue for the Cricket World Cup Final. #INDvAUS

    Play fearlessly - more than a billion hearts beat for you ❤️

    Let's bring it home 🏆

    Jeetega INDIA! 🇮🇳 pic.twitter.com/9NW5ETnDnh

    — Rahul Gandhi (@RahulGandhi) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, ভারতের জয়ের জন্য প্রত্যেক ভারতীয় ক্রীড়াপ্রেমী যেমন উৎসাহী তেমন সাধারণ জনগণও। ভারতের জয়ের জন্য সারা দেশে শুরু হয়ে গিয়েছে পুজো-প্রার্থনা। বিশ্বকাপের ফাইনাল দেখতে ভারতে এসেছেন অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী রিচার্ড মারলেস। স্টেডিয়ামে খেলা দেখতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এর বাইরেও অতিথি তালিকায় বিরাট চমক রয়েছে। ভারত এবং বিদেশের প্রাক্তন ক্রিকেটাররাও খেলা দেখতে আসতে পারেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূতও উপস্থিত থাকতে পারেন এই খেলা দেখতে।

আরও পড়ুন:

  1. 'ঈশ্বরে'র আশীর্বাদ নিয়ে ফাইনালের মহারণে ভারত, টস জিতে বোলিং অজিদের
  2. টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা মোদি-মমতার, ময়দানে রোহিত ব্রিগেড
  3. আর মাত্র কিছুক্ষণ, মহারণের আগে মোতেরা স্টেডিয়ামে জনজোয়ার; দেখুন ভিডিয়ো
Last Updated : Nov 19, 2023, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.