ETV Bharat / politics

'23 তারিখ এমন জিনিস ছাড়ব'; দেবের বিরুদ্ধে 'চাঞ্চল্যকর' তথ্য প্রকাশের হুঁশিয়ারি শুভেন্দুর - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 3:15 PM IST

Suvendu Adhikari Hits Dev: জমে উঠেছে শেষ দুই দফার ভোটের প্রচার ৷ এবার পাঁচখুরির সভা থেকে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে তথ্য ফাঁসের হুঁশিয়ারি দিলেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ৷ 23 মে এক্স হ্যান্ডেলে সেই তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি ৷

Suvendu Adhikari in Panchkhuri
পাঁচখুরির সভায় শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

পাঁচখুরি, 19 মে: "ঘাটালের হিরোকে জিরো করব আমাদের প্রার্থী হিরণকে দিয়ে ৷" পশ্চিম মেদিনীপুরের পাঁচখুড়ির জনসভা থেকে তৃণমূলের তারকা প্রার্থী দেবকে আক্রমণ করে এমনই হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তবে এখানেই শেষ নয় ৷ আগামী 23 মে দেবের বিরুদ্ধে 'চাঞ্চল্যকর' কিছু তথ্য সামনে আনবেন বলেও জানান শুভেন্দু ৷ বিষয়টি সম্পর্কে জানতে বৃহস্পতিবার সকালে তাঁর এক্স হ্যান্ডেলের উপর সকলকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি ৷ শুভেন্দুর দাবি, "আগামী 23 তারিখ সকালবেলায় এমন একটা জিনিস ছাড়বো ঘাটালের প্রার্থী সম্পর্কে, এরপর সেদিন থেকে উনি আর ঘর থেকে বেরোবেন না ৷"

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে পাঁচখুড়িতে জনসভা করেন শুভেন্দু অধিকারী ৷ বক্তব্যের প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবং ঘাটালের তৃণমূল প্রার্থীকে একের পর এক আক্রমণ শানাতে থাকেন এই বিজেপি নেতা ৷ ইতিমধ্যেই দুই তারকা প্রার্থীর মধ্যে বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী আবহাওয়া ৷ একদিকে রয়েছেন দেব, অন্যদিকে রয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ এদিন সেই পালে খানিক হাওয়া দেন শুভেন্দু ৷ উল্লেখ্য, 25 মে ষষ্ঠ দফায় ভোট হতে চলেছে ঘাটালে ৷ সুতরাং, ভোটের 48 ঘণ্টা আগে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এমন কী প্রকাশ করবেন বিজেপি নেতা ! সেদিকেই নজর সকলের ৷

2019 সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসন থেকে জয়ী হন বিজেপির দিলীপ ঘোষ ৷ তৃণমূলের মানস রঞ্জন ভুনিয়াকে 88 হাজার 952 ভোটে হারিয়ে মেদিনীপুর থেকে সাংসদ হন দিলীপ ৷ বলে রাখা ভালো, 2016 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর সদর থেকে বিজেপি টিকিটে জিতেছিলেন তিনি ৷

তবে, এবারের লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে দিলীপকে প্রার্থী করেনি গেরুয়া শিবির ৷ বরং, তাঁর বদলে এই আসনে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পলকে ৷ পদ্ম শিবিরের এই সিদ্ধান্তে জোড় জল্পনা শুরু হয় রাজ্য রাজনৈতিক মহলে ৷ এদিনের সভায় সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "দিলীপ ঘোষ আমাদের ফাইটার । তিনি জিতে গিয়েছেন ৷ এই নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই ।" সেইসঙ্গে দিলীপের সিটের পরিবর্তন নিয়ে তিনি বলেন, "আসানসোলে তৃণমূলের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই ছিল বিজেপির ৷ তাই সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছিল দিলীপ ঘোষের দাঁড়ানোটা ভালো হবে । তাই ওঁনাকে ওই জায়গায় প্রার্থী করা হয়েছে এবং দিলীপ ঘোষ জিতেও গিয়েছেন প্রায় 1 লক্ষ ভোটে ।"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.