ETV Bharat / politics

ইমামরা আবেদন করতে পারেন, ভারত সেবাশ্রম প্রতিবাদ করলেই অসুবিধা মমতার: শুভেন্দু - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 10:42 AM IST

Updated : May 19, 2024, 1:10 PM IST

Suvendu slams Mamata: ভারত সেবাশ্রম সংঘের বিরুদ্ধে মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

ETV BHARAT
মেদিনীপুরের সভায় শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)
মেদিনীপুরে প্রচারে শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

পাঁচখুরি, 19 মে: ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মেদিনীপুরে প্রচার সভায় গিয়ে তিনি বলেন, "ইমামরা আবেদন করতে পারেন, কিন্তু ভারত সেবাশ্রম সংঘ প্রতিবাদ করলেই অসুবিধা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷"

শনিবার মেদিনীপুর লোকসভার অন্যতম বিধানসভা খড়গপুর গ্রামীণের অন্তর্গত পাঁচখুরিতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে প্রচারে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারত সেবাশ্রম সংঘ নিয়ে মন্তব্যের তীব্র নিন্দা করেন ৷ মঞ্চে বক্তব্য রেখে নেমে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হলে মুখ্যমন্ত্রীকে একহাত নেন শুভেন্দু ৷

তিনি বলেন, "ইমামরা আবেদন করতে পারেন, অথচ ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা প্রতিবাদ করলে মুখ্যমন্ত্রীর অসুবিধা, এটা কেন !" তাঁর এটাও দাবি, কোনও বিজেপির মঞ্চে কোনওদিনই দেখা যায়নি ভারত সেবা সংঘের মহারাজদের ৷ এখানে সনাতন হিন্দুদের উপর যে আক্রমণ চলছে, তাঁরা তার প্রতিবাদ করেছিলেন ।

শুভেন্দু এরপর হুমায়ুন কবীরের প্রসঙ্গ টেনে বলেন, "নুপুর শর্মার মন্তব্যের জন্য ভারতীয় জনতা পার্টি তাকে সাসপেন্ড করে দেয় ৷ আর অন্যদিকে তৃণমূলের হুমায়ুন কবীর মন্তব্য করেন যে, 'আমরা 70% ৷ 30% হিন্দুকে ভাগীরথী নদীর তীরে মেরে ফেলব,' এই মন্তব্য আপনি চুপ করে শোনেন কী করে মুখ্যমন্ত্রী ? ইমাম অ্যাসোসিয়েশন আবেদনে আপনি আড়াই হাজার টাকা তাঁদের বেতন দেন ৷ আর অপরদিকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা সনাতনী হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করলে সেটা অপরাধ হয়ে যায় !"

উল্লেখ্য, শনিবার হুগলির গোঘাটে নির্বাচনী প্রচারসভায় রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের সাধুদের একাংশের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, সাধুদের কয়েকজন রাজনীতি করে দেশের সর্বনাশ করছেন ৷ তাঁর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েই তাঁকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন:

  1. '21 সালেই সেফ্টিফিন ফুটিয়ে দিয়েছি, তা আর বেরোবে না', মমতাকে কটাক্ষ শুভেন্দু'র
  2. ছত্রধর নিজের লোক হলে কিষেণজিকেও স্বীকৃতি দিয়ে জ্ঞানেশ্বরীর দায় নিতে হবে মমতাকে, দাবি শুভেন্দুর
  3. 'পিসি-ভাইপো ভয় পেয়েছেন', ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুর

মেদিনীপুরে প্রচারে শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

পাঁচখুরি, 19 মে: ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মেদিনীপুরে প্রচার সভায় গিয়ে তিনি বলেন, "ইমামরা আবেদন করতে পারেন, কিন্তু ভারত সেবাশ্রম সংঘ প্রতিবাদ করলেই অসুবিধা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷"

শনিবার মেদিনীপুর লোকসভার অন্যতম বিধানসভা খড়গপুর গ্রামীণের অন্তর্গত পাঁচখুরিতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে প্রচারে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারত সেবাশ্রম সংঘ নিয়ে মন্তব্যের তীব্র নিন্দা করেন ৷ মঞ্চে বক্তব্য রেখে নেমে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হলে মুখ্যমন্ত্রীকে একহাত নেন শুভেন্দু ৷

তিনি বলেন, "ইমামরা আবেদন করতে পারেন, অথচ ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা প্রতিবাদ করলে মুখ্যমন্ত্রীর অসুবিধা, এটা কেন !" তাঁর এটাও দাবি, কোনও বিজেপির মঞ্চে কোনওদিনই দেখা যায়নি ভারত সেবা সংঘের মহারাজদের ৷ এখানে সনাতন হিন্দুদের উপর যে আক্রমণ চলছে, তাঁরা তার প্রতিবাদ করেছিলেন ।

শুভেন্দু এরপর হুমায়ুন কবীরের প্রসঙ্গ টেনে বলেন, "নুপুর শর্মার মন্তব্যের জন্য ভারতীয় জনতা পার্টি তাকে সাসপেন্ড করে দেয় ৷ আর অন্যদিকে তৃণমূলের হুমায়ুন কবীর মন্তব্য করেন যে, 'আমরা 70% ৷ 30% হিন্দুকে ভাগীরথী নদীর তীরে মেরে ফেলব,' এই মন্তব্য আপনি চুপ করে শোনেন কী করে মুখ্যমন্ত্রী ? ইমাম অ্যাসোসিয়েশন আবেদনে আপনি আড়াই হাজার টাকা তাঁদের বেতন দেন ৷ আর অপরদিকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা সনাতনী হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করলে সেটা অপরাধ হয়ে যায় !"

উল্লেখ্য, শনিবার হুগলির গোঘাটে নির্বাচনী প্রচারসভায় রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের সাধুদের একাংশের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, সাধুদের কয়েকজন রাজনীতি করে দেশের সর্বনাশ করছেন ৷ তাঁর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েই তাঁকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন:

  1. '21 সালেই সেফ্টিফিন ফুটিয়ে দিয়েছি, তা আর বেরোবে না', মমতাকে কটাক্ষ শুভেন্দু'র
  2. ছত্রধর নিজের লোক হলে কিষেণজিকেও স্বীকৃতি দিয়ে জ্ঞানেশ্বরীর দায় নিতে হবে মমতাকে, দাবি শুভেন্দুর
  3. 'পিসি-ভাইপো ভয় পেয়েছেন', ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুর
Last Updated : May 19, 2024, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.