মাদারিহাটের লোকালয়ে পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা - Elephant Death

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 3:31 PM IST

Updated : May 19, 2024, 4:14 PM IST

thumbnail
লোকালয়ে পূর্ণবয়স্ক মাকনা হাতির দেহ উদ্ধার (ইটিভি ভারত)

লোকালয়ে পূর্ণবয়স্ক মাকনা হাতির (গজদন্তহীন পুরুষ হাতি) দেহ উদ্ধার আলিপুরদুয়ারে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া মাদারিহাটের খয়েরবাড়ি এলাকায় ৷ জানা গিয়েছে, এ দিন দিনের আলো ফুটতেই খয়েরবাড়ির বলুয়াধূরা এলাকায় ওই পূর্ণবয়স্ক মাকনা হাতিটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । হাতিটিকে দেখতে ভিড় জমে যায় সেখানে ৷ পরবর্তীতে খবর দেওয়া হয় জলদাপাড়া বন বিভাগে । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বন কর্মীরা । হাতিটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ তবে কী কারণে ওই হাতির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয় । হাতির মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে ।

প্রাথমিক তদন্তের পর বনদফতরের অনুমান, গতকাল রাতে বাজ পড়ে অথবা বিদ্যুতের তারের ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে । যদিও ময়নাতদন্তের আগে হাতিটির মৃত্যুর কারণ স্পষ্ট করা যাবে না বলে জানান জলদাপাড়া বন বিভাগের আধিকারিকরা । ময়নাতদন্তের পরই হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে বন দফতর ।

Last Updated : May 19, 2024, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.