ETV Bharat / state

SSC Group D Recruitment Case: গ্রুপ ডি নিয়োগ মামলায় তদন্ত কমিটির কাছে নথি দেখতে চাইল আদালত

author img

By

Published : Feb 22, 2022, 3:46 PM IST

SSC Group D Recruitment Case in Calcutta High Court
কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি মামলা

গত বছরের অগস্ট মাস থেকে এসএসসি-র গ্রুপ ডি কর্মী নিয়োগ নিয়ে মামলা চলছে ৷ আজ ডিভিশন বেঞ্চ কর্মী নিয়োগের সুপারিশপত্র জমা দেওয়ার নির্দেশ দিল (SSC Group D Recruitment Case) ৷

কলকাতা, 22 ফেব্রুয়ারি : গ্রুপ ডি মামলায় তদন্ত কমিটির কাছে গচ্ছিত নথির একটা অংশ আদালতকে দেখানোর নির্দেশ দিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ । আগামী 24 ফেব্রুয়ারি, শুক্রবার তদন্ত কমিটির সদস্যকে এই নথি মুখবন্ধ খামে আদালতে জমা করতে বলল কলকাতা হাইকোর্ট । ওই দিন ফের এই মামলার শুনানি (Justice Harish Tandon Division bench orders investigation Committee over SSC Group D Recruitment) ।

গ্রুপ ডি মামলায় ডিভিশন বেঞ্চের নিয়োজিত কমিটির তদন্ত খারিজ করে ফের সিঙ্গল বেঞ্চ জেসিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল ৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার । সেই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "রাজ্যের মূল বক্তব্য ছিল একটা নিরপেক্ষ তদন্ত হোক ৷ তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত চাকরিতে যাঁরা নিযুক্ত হয়েছেন, তাঁদের বেতন যেন বন্ধ করা না হয় । আর ডিভিশন বেঞ্চের নিযুক্ত কমিটি সিঙ্গল বেঞ্চকে রিপোর্ট দেওয়ার পর সেই বেঞ্চ সিদ্ধান্ত নেবে । এটা নির্দেশেই বলা ছিল । কিন্তু সিঙ্গল বেঞ্চ কমিটিকে খারিজ করে ফের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ।"

মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এর বিরুদ্ধে বলেন, "এটা সম্পূর্ণ দুর্নীতি ৷ যাঁদের চাকরি দেওয়া হয়েছে, তাঁদের প্যানেলে পর্যন্ত নাম ছিল না ৷ কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তা কল্পনা করা যাবে না ।" রাজ্য ও মামলাকারীদের বক্তব্য শুনে বিচারপতি ট‍্যান্ডন সিবিআই তদন্তের নির্দেশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ তিনি বলেন, "একটা কমিটি তদন্ত করছে, তারা এখনও পর্যন্ত কোনও রিপোর্ট দেয়নি । তাদের কথা না শুনেই কি এটা করা যায় ?"

আরও পড়ুন : SSC Recruitment Case On HC: নিয়োগ সংক্রান্ত মামলার সিবিআই অনুসন্ধানের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

তারপর বিচারপতি আদালতে উপস্থিত তদন্ত কমিটির সদস্যকে জানান, স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদকে চাকরিপ্রার্থীদের নিয়োগের সুপারিশপত্র দিয়েছিল । সেই সুপারিশপত্রের একটা অংশ 24 ফেব্রুয়ারি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ।

গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারী নিয়োগের মামলায় গত 15 ফেব্রুয়ারি তদন্ত কমিটির নির্দেশ করে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সঙ্গে সঙ্গে ওই দিন বিকালে বিচারপতি হরিণের ডিভিশন বেঞ্চে এই নির্দেশের বিরুদ্ধে আপিল করে রাজ্য । রাজ্যের আপিলের ভিত্তিতেই আজ থেকে শুরু হয়েছে এই মামলার শুনানি।

15 ফেব্রুয়ারি গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মচারী নিয়োগের মামলার প্রথমার্ধে সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় ৷ দ্বিতীয়ার্ধে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ সেই অনুসন্ধানের নির্দেশের উপর দু'সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করে (SSC Recruitment Case On HC) । গত বছর 6 ডিসেম্বর বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয় । প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটিতে রয়েছেন- স্কুল সার্ভিস কমিশনের তরফে আশুতোষ ঘোষ, মধ্যশিক্ষা পর্ষদের পক্ষে পারমিতা রায় এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : High Court Order TO SSC: গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগের দুর্নীতিতে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.