ETV Bharat / city

SSC Recruitment Case On HC: নিয়োগ সংক্রান্ত মামলার সিবিআই অনুসন্ধানের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

author img

By

Published : Feb 15, 2022, 6:37 PM IST

Updated : Feb 15, 2022, 6:43 PM IST

গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মচারী নিয়োগের মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (SSC Recruitment Case On HC) ৷ আগামী সোমবার ফের এই দুই মামলারই শুনানি রয়েছে (CALCUTTA HIGH COURT) ৷

SSC Recruitment Case On HC
নিয়োগ সংক্রান্ত মামলার সিবিআই অনুসন্ধানের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

কলকাতা, 15 ফেব্রুয়ারি: গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মচারী নিয়োগের মামলায় দিনভর উত্তেজনা বজায় রইল আদালতে (CALCUTTA HIGH COURT)। প্রথমার্ধে সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চ তার উপর দুই সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করে (SSC Recruitment Case On HC)। আগামী সোমবার ফের এই দুই মামলারই শুনানি রয়েছে ৷ গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মচারী নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশে গঠিত কমিটি এখনও কোনও রিপোর্ট না-দেওয়ায় এবং সিঙ্গল বেঞ্চের শুনানিতে আদালতে কমিটির কোনও প্রতিনিধি হাজির না-থাকায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে নিয়োগ কমিটিকে ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আজ রাত 9টার মধ্যে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে কমিটি থেকে সমস্ত নথিপত্র নিয়ে নিতে। কমিটির অফিসকে সিআরপিএফের দখলে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রুপ-সি মামলায় 350 জনের চাকরি বাতিলের নির্দেশও দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রুপ-সি নিয়োগে অনিয়ম খতিয়ে দেখতে সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি।

নিয়োগ সংক্রান্ত মামলার সিবিআই অনুসন্ধানের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

আরও পড়ুন: গ্রুপ-সি নিয়োগেও এবার সিবিআই অনুসন্ধানের নির্দেশ

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই দুই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়েছিলেন কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনওরকম স্থগিতাদেশ দেবেন না বলেই জানান। সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতের দ্বিতীয়ার্ধে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে সমস্ত বিষয়ে জানালে ডিভিশন বেঞ্চ জানায় বিকেল 4টের সময় সমস্ত মামলার শুনানি তিনি করবেন। ডিভিশন বেঞ্চ অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য শোনার পর নির্দেশে জানায়, সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর আগামী দুই সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিচ্ছে ডিভিশন বেঞ্চ। এই মামলার শুনানি থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছুর উপর দুই সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করা হচ্ছে। পাশাপাশি 573 জনের চাকরি বাতিল ও বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন সেটার উপরও এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি। আগামী সোমবার এই সমস্ত মামলার একসঙ্গে শুনানি হবে ডিভিশন বেঞ্চে।

Last Updated : Feb 15, 2022, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.