ETV Bharat / state

High Court Order TO SSC: গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগের দুর্নীতিতে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব হাইকোর্টের

author img

By

Published : Feb 17, 2022, 7:27 PM IST

এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি দুর্নীতি মামলায় নয়া মোড় । সংশ্নিষ্ট দুই বিভাগে নিয়োগে দুর্নীতিতে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব হাইকোর্টের (High Court Order TO SSC)।

High Court Order TO SSC
গ্রুপ-ডি ও গ্রুপ-সি নিয়োগের দুর্নীতি

কলকাতা, 17 ফেব্রুয়ারি: গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব করল হাইকোর্ট । আগামী সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । নিয়োগের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর গ্রুপ ডি-তে 90 জন এবং গ্রুপ সি-তে 50 জন প্রার্থীকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ । পাশাপাশি যাঁদের মেধা তালিকায় নাম ছিল তাঁদের বাদ দিয়ে দেওয়া হয়েছে (SSC Group D and Group C Recruitment)।

আরও পড়ুন: Surajit Sengupta Demise : সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে শোক প্রকাশ মমতার

উল্লেখ্য, 2019 সালের 4 মে গ্রুপ ডি নিয়োগের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল । 2019 সালের 18 মে গ্রুপ সি নিয়োগের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল । অথচ তারপরে কয়েকশো প্রার্থীকে চাকরিতে নিযুক্ত করা হয়েছে বলে অভিযোগ ওঠে । সেই মর্মে ইতিমধ্যেই মামলাকারীরা একাধিক প্রমাণও দিয়েছেন । তার পরিপ্রেক্ষিতে রাজ্যে গ্রুপ ডি ও সি নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে মনে করে কলকাতা হাইকোর্ট এই বিষয়ে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে তদন্তেরও নির্দেশ দিয়েছে ।

আরও পড়ুন:CBI summons Dev's co-producer: গরু পাচার কাণ্ডে এবার দেবের সহ-প্রযোজককে তলব সিবিআইয়ের

2016 সালে 16 হাজারের বেশি গ্রুপ-ডি কর্মী নিয়োগ করে রাজ্য । এই নিয়োগ প্রক্রিয়া সময়সীমা ছিল 2019 সালের 4 মে পর্যন্ত । কিন্তু তারপরও বহু চাকরিপ্রার্থীকে চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে নিয়োগ করা হয়েছে দাবি করে গত অগস্টে মামলা দায়ের হয় হাইকোর্টে । পাশাপাশি গ্রুপ-সি নিয়োগের ক্ষেত্রে ও একই দূর্নীতি হয়েছে । মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস সামিম জানান, "রাজ্যের শিক্ষাক্ষেত্রে কী পরিমাণ দুর্নীতি হয়েছে তা এই নিয়োগ প্রক্রিয়ার সব থেকে বড় নির্দশন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.