Published : May 18, 2024, 7:56 PM IST
হুডখোলা গাড়িতে 'মেগা' প্রচার অভিষেকের, দেখুন ভিডিয়ো - Lok Sabha Election 2024
Abhishek Banerjee's Road Show: নিজের লোকসভা কেন্দ্রে শনিবার থেকে মেগা প্রচার শুরু করলেন ডায়মন্ড হারবারের জোড়াফুল প্রার্থী ৷ একাধিক রোড শো ও জনসভায় 'মেগা প্রচার' করবেন বলে তিনি জানান ৷ তবে শুধু ডায়মন্ড হারবার নয়, যাদবপুর, জয়নগর, মথুরাপুর ও বারাসতেও প্রচার করবেন অভিষেক ৷ শনিবার কপাটহাট এলাকা থেকে রোড-শো শুরু করেন তৃণমূল 'সেনাপতি' ৷ স্টেশন বাজার পর্যন্ত চলে অভিষেকের রোড-শো ৷ এদিন আমজনতারা ভিড় করেন অভিষেককে দেখার জন্য ৷ হুডখোলা গাড়িতে চেপে তিনি এদিন জনতার উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন ৷
এর আগে এদিন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জয়নগরের জালাবেরিয়ার মাঠে জনসভা করেন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক ৷ সেখানে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, "দেশে কালো টাকা বেড়েছে। গরিব আরও গরিব হচ্ছে। বড়লোক আরও বড়লোক হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পর গরিবকে ভাতে মারার চেষ্টা করেছে। বিভিন্ন প্রকল্প বন্ধ করে দিয়েছে।" উল্লেখ্য, আগামী 28 মে'র মধ্যে একাধিক রোড শো ও জনসভা রয়েছে অভিষেকের। 29 মে ডায়মন্ড হারবারের জনসভায় অভিষেকের সঙ্গে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। 1 জুন এখানে ভোট।