ETV Bharat / state

Calcutta High Court: ধর্ষণে অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতাকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Jan 20, 2023, 8:00 PM IST

এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাঁথির তৃণমূল ছাত্রনেতা শুভদীপ গিরির বিরুদ্ধে ৷ শুক্রবার ওই অভিযুক্তকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট (allegation of rape against TMC Student leader) ৷

ETV Bharat
তৃণমূল ছাত্রনেতাকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 20 জানুয়ারি: নাবালিকা ধর্ষণে অভিযুক্ত কাঁথির তৃণমূল ছাত্রনেতাকে মোবাইল ফোন (যে মোবাইল ফোনে ভিডিয়ো করা হয়েছে বলে অভিযোগ)-সহ আত্মসমর্পণের জন্য শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । অভিযুক্ত শুভদীপ গিরি নামে ওই ছাত্রনেতা আগামী মঙ্গলবার পর্যন্ত জামিনের আবেদন করতে পারবেন না বলেও শুক্রবার জানিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷

মামলার শুনানিতে এদিন বিচারপতি পুলিশের কাছে জানতে চান, নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হয়েছে কি না ৷ জবাবে পুলিশ জানায়, মেডিক্যাল পরীক্ষা হয়েছে ৷ তবে অভিযুক্তকে গ্রেফতারের ব্যাপারে পুলিশ এদিন আদালতে নিরুত্তর থাকায় বিচারপতি জানতে চান, তাদের দু'জনের প্রেমের সম্পর্ক ছিল কি না । এর জবাবে মামলাকারীর আইনজীবী বলেন,"থাকতেই পারে । কিন্তু মেয়েটি আত্মহত্যার চেষ্টা করার সময় আমরা জানতে পারি বিষয়টি । ভিডিয়োগ্রাফি করে ব্ল্যাকমেল করা হচ্ছে । হোয়াটসঅ্যাপ কল রেকর্ড রয়েছে । নিউ দিঘায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে ।"

আরও পড়ুন: তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের কাঁথি থানায়

এদিন আদালতে মামলাকারীর আইনজীবী আরও জানান, সহবাসের ফলে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ায় তাকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হচ্ছে । না হলে ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে । অভিযুক্ত শুভদীপ গিরির তরফে এদিন আদালতে জানানো হয় তিনি আত্মসমর্পণ করতে রাজি । শেষে বিচারপতি মান্থা নির্দেশে বলেন,"শুভদীপ গিরিকে আত্মসমর্পণ করতে বলুন । কিন্তু মঙ্গলবার পর্যন্ত জামিনের আবেদন করতে পারবে না । আমি নির্দেশ দিচ্ছি । নাবালিকা তার গোপন জবানবন্দিতে যা বলেছে তা খুব গুরুত্বপূর্ণ ।"

নাবালিকার পরিবারকে পুলিশি নিরাপত্তা দিতে ও এলাকায় কড়া পুলিশি প্রহরা রাখার নির্দেশও এদিন দেন বিচারপতি ৷ অভিযুক্ত শুভদীপ গিরি কাঁথি শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি (TMC student leader accused of raping) ৷ অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক কলেজ ছাত্রীকে নিউ দিঘার হোটেলে নিয়ে গিয়ে তিনি শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ ৷ যে নাবালিকাকে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে তিনি কলকাতার এক কলেজের প্রথম বর্ষের ছাত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.