ETV Bharat / state

JU Student Death: 'রেজিস্টারে 3 দিনের সই একসঙ্গে করতে গিয়ে ভুল করেছি', তদন্ত কমিটির কাছে দাবি অরিত্রর

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 5:33 PM IST

Updated : Aug 23, 2023, 9:16 PM IST

Aritra Majumdar appears JU Investigation Committee: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৈরি 6 সদস্যের তদন্ত কমিটির সামনে আজ হাজিরা দিলেন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদ নেতা অরিত্র মজুমদার ওরফে আলু ।

অরিত্র মজুমদার
Aritra Majumdar

তদন্ত কমিটির কাছে দাবি অরিত্রর

কলকাতা, 23 অগস্ট: প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর পর দিন থেকে গা ঢাকা দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র নেতা অরিত্র মজুমদার ওরফে আলু । তবে পরে তিনি তাঁর নিজের অবস্থান স্পষ্ট করেন ও থানায় হাজিরা দেন । এর পর আজ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৈরি 6 সদস্যের তদন্ত কমিটির সামনে হাজিরা দিলেন । তদন্ত কমিটির কাছে তিনি তিনটি বিষয় তুলে ধরেছেন বলে দাবি করেছে সূত্র ৷

ছাত্রমৃত্যুতে তাঁর দিকে অভিযোগের আঙুল উঠেছে প্রথম দিন থেকেই । এ দিন অরিত্র মজুমদার দুপুরে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তদন্ত কমিটির সামনে হাজিরা দেন যাদবপুর । সূত্রের খবর, তিনটি বিষয় তদন্ত কমিটির কাছে অরিত্র জানিয়েছেন ।

তিনি দাবি করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারে তিন দিনের সই একসঙ্গে করতে গিয়েই তাঁর ভুল হয়ে গিয়েছিল । সে জন্যই রেজিস্টারে তাঁকে ঘটনার পরের দিন হাজির দেখাচ্ছে ৷ উল্লেখ্য, রেজিস্টারে হাজির হিসেবে দেখানো থাকলেও ঘটনার পরদিন অরিত্র রাজ্যের বাইরে ছিলেন বলে দাবি করায় বিতর্কের সৃষ্টি হয়েছিল ৷

পাশাপশি এ দিন সূত্র জানিয়েছে, ঘটনার রাতে তিনি বন্ধুর বাড়িতে ছিলেন, হস্টেলে ছিলেন না বলে দাবি করেছেন অরিত্র । তাছাড়াও তদন্ত কমিটির সামনে অরিত্র বাইরে ঘুরতে যাওয়ার বোর্ডিং পাসও দেখিয়েছেন বলে জানিয়েছে সূত্র ।

তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার পর বাইরে বেরিয়ে এলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরিত্র মজুমদার বলেন, "তদন্ত চলছে, এই বিষয়ে কিছু বলব না । আমার যা বলার তদন্ত কমিটির কাছে ও পুলিশের কাছে বলেছি । আমি চাই অবিলম্বে দোষীরা চিহ্নিত হোক, শাস্তি পাক ৷"

ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদের মাথা ছিল অরিত্র । ঘটনার পরবর্তী সময়ে পদত্যাগ করে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি । বিরোধী ছাত্র সংগঠনের একাংশের দাবি, শাসকদলের কোনও বড় মাথা তাঁকে আড়াল করার জন্য মদত দিয়েছেন । সেই মদতেই অরিত্র ওরফে আলু এতদিন গা ঢাকা দিয়েছিলেন ।

আরও পড়ুন: অরিত্রকে তলব যাদবপুরের তদন্ত কমিটির, বুধবারই দিতে হবে হাজিরা

তবে গতকাল অরিত্র সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করেন, তিনি ঘটনার পর দিন দিল্লি ও সেখান থেকে বিমানে কাশ্মীর যান । তিনি ট্রেক করতে গিয়েছিলেন । সেই দাবির সপক্ষে একাধিক নথি ও ছবিও পোস্ট করেন তিনি । তবে তিনি যে বিমানে যাওয়ার দাবি করেছিলেন, সেই বিমান পরিষেবা বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকায় ফ্যাঁসাদে পড়েন অরিত্র । পরে টিকিটের ছবি বদল করেন তিনি । এ দিন দীর্ঘ সময় জেরার মুখে তিনি নানা প্রশ্নের জবাব দিয়েছেন ৷ জেরা শেষে তিনি বাইকে চড়ে এলাকা থেকে চলে যান ।

Last Updated :Aug 23, 2023, 9:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.