ETV Bharat / health

শরীরের বাজে গন্ধে টেকা দায়! ডায়াবেটিসে আক্রান্ত নয় তো ? - Body Odour Can Be Sign Of Diabetes

author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 12:54 PM IST

Body Odour Can Be A Sign of Diabetes: গায়ের গন্ধ কিন্তু বলে দিতে পারে আপনার পাশে বসা ব্যক্তিটি ডায়াবিটিসে আক্রান্ত কি না । কারণ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির রক্তে কিটোঅ্যাসিডোসিসের পরিমাণ বেশি থাকে । কীভাবে বুঝবেন ?

Body Odour Can Be A Sign of Diabetes News
শরীরে বাজে গন্ধ ডায়াবেটিশের লক্ষণ হতে পারে (ইটিভি ভারত)

হায়দরাবাদ: আপনার ডায়াবেটিস আছে কি না তা রক্তের পরীক্ষা বলে দেবে । তবে বিশেষজ্ঞরা বলেন, শরীর থেকে আসা দূর্গন্ধের মাধ্যমেও আপনি জানতে পারবেন । শরীরের গন্ধ এবং ডায়াবেটিসের মধ্যে সম্পর্ক কী ? প্রাথমিক ভাবে জল তেষ্টা বেড়ে যাওয়া, ঘনঘন প্রস্রাবের বেগ, বার বার খিদে পাওয়া, পর্যাপ্ত ঘুমের পরেও শরীরে ক্লান্ত লাগা, ওজন কমে যাওয়া, ত্বকে কালচে ভাব, ক্ষত না শুকানোর মতো লক্ষণগুলিকে ডায়াবিটিসের কারণ বলা যেতে পারে । এছাড়াও এক গবেষণায় বলা হয় গায়ের গন্ধ কিন্তু বলে দিতে পারে আপনার পাশে বসা ব্যক্তিটি ডায়াবিটিসে আক্রান্ত কি না । কারণ ডায়াবিটিসে আক্রান্ত ব্যক্তির রক্তে কিটোন অ্যাসিডের পরিমাণ বেশি ।

দূর্গন্ধের কারণ কী (What causes bad breath)?

রক্তে শর্করাকে শক্তি হিসাবে ব্যবহার করার জন্য শরীরের যথেষ্ট ইনসুলিন প্রয়োজন । বিশেষজ্ঞদের মতে, যা পরিমাণে না থাকলে সুগারের সমস্যা দেখা দেয় । যারফলে কিটোন নামক অ্যাসিড নিঃসরণ করে । অনেক কিটোন দ্রুত নিঃসৃত হয় না ফলে রক্ত ​​ও প্রস্রাবে জমা হয়ে বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায় । লিভারের ভিতরে এই প্রতিক্রিয়ার ফলে রক্ত ​​অম্লীয় হয়ে যায় । ফলে এটি ঘাম ও নিঃশ্বাসের মাধ্যমে গন্ধ বের হয় ।

আরও পড়ুন: রাতে দুধে মধু মিশিয়ে খান, ম্যাজিকের মতো উপকার পাবেন

এই গন্ধগুলি কী কী যা শরীরে উচ্চ মাত্রার কিটোন নির্দেশ করে ?

নিঃশ্বাসে বাজে দুর্গন্ধ । বিশেষজ্ঞদের মতে, এটি দীর্ঘস্থায়ী বমি ও অন্ত্রের সমস্যার কারণেও হতে পারে ।

শ্বাসকষ্টের গন্ধ ছাড়াও ডায়াবেটিস রোগীদের মধ্যেও এই লক্ষণগুলি দেখা যায় । অত্যধিক প্রস্রাব, ভারী শ্বাস নেওয়া, বমি, পেটে ব্যাথা, ওজন কমানো, ঘাম ৷

2019 সালে 'জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম'-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, অত্যধিক প্রস্রাব ও তৃষ্ণা ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস রোগীদের মধ্যে সবচেয়ে সাধারণ লক্ষণ । ডঃ জন ডো এই গবেষণায় অংশ নিয়েছিলেন । তিনি বলেন, "ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিসে আক্রান্ত ব্যক্তিদের শরীর থেকে কিছু দুর্গন্ধের সঙ্গে অতিরিক্ত প্রস্রাবের মতো লক্ষণ থাকে ।

কীভাবে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস প্রতিরোধ করা যায় (Diabetic Ketoacidosis) ?

বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ, ট্রমা, গুরুতর অসুস্থতা, সার্জারি, ইনসুলিন ইনজেকশনের ডোজ অনুপস্থিত হওয়ার কারণে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের কেটোসিডোসিস হতে পারে ।

টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস কম ঘন ঘন এবং গুরুতর হয় । এটি দীর্ঘ সময়ের জন্য অনিয়ন্ত্রিত রক্তে শর্করার দ্বারা বাড়িয়ে দিতে পারে ৷

আরও পড়ুন: এইজিনিসগুলি খাওয়ার পর সঙ্গে সঙ্গে ভুলেও ডিম খাবেন না

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.