ETV Bharat / state

JU Student Death: অরিত্রকে তলব যাদবপুরের তদন্ত কমিটির, বুধবারই দিতে হবে হাজিরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 5:45 PM IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় এবার বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্রনেতা অরিত্র মজুমদারকে তলব করল বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ তদন্ত কমিটি ৷ বুধবার সকালেই তাকে হাজিরা দিতে হবে তদন্ত কমিটির সামনে ৷

ETV Bharat
অরিত্রকে তলব বিশ্ববিদ্যালয়ের

রুদ্র চট্টোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 22 অগস্ট: বুধবার সকাল সাড়ে 11টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ তদন্ত কমিটির সামনে হাজিরা দিতে হবে আলু ওরফে অরিত্র মজুমদারকে ৷ আগামিকাল তাঁকে হাজিরা দেওয়ার জন্য মঙ্গলবারই বিশ্ববিদ্যালয়ের তরফে এই পড়ুয়া-গবেষককে বার্তা পাঠান হয়েছে ৷ যাদবপুরের হস্টেল থেকে পড়ে প্রথমবর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই উঠে এসেছে এই আলু ওরফে অরিত্র মজুমদারের নাম ৷ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির প্রাক্তন ছাত্র নেতা অরিত্র ৷ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ শেষ হলেও বর্তমানে যাদবপুরেই গবেষণা করছেন তিনি ৷ বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলেও তার যাতায়াত ছিল বলে সোশাল মিডিয়ায় অনেক প্রাক্তন ও বর্তমান পড়ুয়া অভিযোগ করেছেন ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে এই মুহূর্তে সবথেকে চর্চিত নাম এই অরিত্র মজুমদার ৷ 9 অগস্টের ওই ঘটনার পর থেকেই তার কোনও খোঁজ মিলছিল না । অবশেষে মঙ্গলবার সকালে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান জানান অরিত্র । তবে সেই অবস্থান নিয়েই এবার উঠছে প্রশ্ন । ইতিমধ্যেই 11 তারিখের বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের একটি পাতার ছবি নেট মাধ্যমে ছড়িয়েছে ৷ যেখানে সই রয়েছে ওই পড়ুয়ার ৷ এই তথ্য ঠিক হলে ঘটনার পর 11 তারিখেও বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল অরিত্র ৷

অন্যদিকে, এদিন সকালে সামাজিক মাধ্যমে যে পোস্ট অরিত্র করেছেন সেখানে দেখা যাচ্ছে দিল্লি থেকে ওইদিন একটি বিমান ধরে শ্রীনগরে গিয়েছিলেন তিনি । ফলে ওই দিন ঠিক কী হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । সোশ্যাল মিডিয়াতে অরিত্রর দাবি, 10 তারিখ রাজধানী এক্সপ্রেস করে তিনি দিল্লি যান, তারপরে সেখান থেকে পরের দিন শ্রীনগরগামী বিমান ধরে তিনি গিয়েছিল কাশ্মীরের গ্রেট লেকস ।

আরও পড়ুন: খোঁজ মিলল যাদবপুরের ‘আলুর’, সোশাল মিডিয়ায় নিজের অবস্থান জানালেন অরিত্র

তবে বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠনের অভিযোগ 10 তারিখ তাকে ক্যাম্পাসে দেখা গিয়েছে । তবে অরিত্র যে টিকিট সোশাল মিডিয়াতে দিয়েছেন তাতে দেখা গেছে 10 তারিখ বিকেল 4টে 55 মিনিট নাগাদ হাওড়া থেকে দিল্লিগামী ট্রেনে ওঠেন তিনি ৷ অরিত্রর এই পোস্ট ঘিরে এসএফআইয়ের তরফে রুদ্র চট্টোপাধ্যায় বলেন, "ঘটনার দিন ও কোথায় ছিল তা নিয়ে তদন্ত কমিটি আলোচনা করুক । তবে আমাদের কাছে বেশ কিছু প্রমাণ আছে । তাই কেন তদন্তে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে তা বুঝতে পারছি না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.