ETV Bharat / state

স্পোর্টস কোটায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি উত্তর-পূর্ব সীমান্ত রেলের, জানুন কারা আবেদনের যোগ্য - NFR Recruitment for Sports Quota

author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 12:38 PM IST

NFR Recruitment for Sports Quota: স্পোর্টস কোটায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেলের উত্তর-পূর্ব সীমান্ত বিভাগ ৷ নির্দিষ্ট নিয়ম মেনে, নির্ধারিত যোগ্যতা অনুযায়ী এর জন্য অনলাইনে আবেদন করা যাবে ৷

ETV BHARAT
স্পোর্টস কোটায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল উত্তর-পূর্ব সীমান্ত রেল (ছবি- নিজস্ব ও ফাইল চিত্র)

জলপাইগুড়ি, 24 মে: স্পোর্টস কোটায় 24টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) ৷ পুরুষ ও মহিলা উভয়ের জন্যই এই পদগুলি পূরণে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ ৷ ভারতীয় নাগরিক তথা যাঁরা যোগ্য খেলোয়াড়, তাঁদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করবে ভারতীয় রেলওয়ে ৷ লেভেল 1 থেকে লেভেল 5-এর বিভিন্ন পদে এই নিয়োগ করা হবে ৷ আবেদনের শেষ তারিখ 9 জুন, 2024 সাল ৷

রেল কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, আগ্রহী প্রার্থীরা ভারতীয় রেলের www.nfr.indianrailways.gov.in ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট লিংকের মাধ্যমে বিস্তারিত বিবরণ অনুযায়ী অনলাইনে চাকরির আবেদন করতে পারবেন ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "ওয়েটলিফ্টিং, গল্ফ, বক্সিং, সাইক্লিং, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, টেবিল টেনিসের মতো ক্রীড়া ক্ষেত্রগুলি থেকে খেলোয়াড়রা অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন ৷ লেভেল 4 ও লেভেল 5 পদগুলির আবেদন প্রার্থীদের জন্য 1 জুলাই, 2024 এবং লেভেল 1 থেকে লেভেল 3 পদের প্রার্থীর জন্য 1 জানুয়ারি, 2024-এর হিসাবে নির্দেশিত বয়সের সীমা 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে ৷

আরও পড়ুন: কিউআর কোড ব্যবহারে লক্ষীলাভ, কলকাতা মেট্রোয় এবার চালু হল ইউপিআই পেমেন্ট

নিয়ম অনুযায়ী, বিভিন্ন পদের জন্য ন্যূনতম নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী প্রার্থীরা সংশ্লিষ্ট পদগুলির জন্য আবেদন করতে পারবেন ৷ তবে, এক্ষেত্রেও রয়েছে কিছু শর্ত ৷ সেখানে বলা হয়েছে, আবেদনকারী ক্রীড়াবিদদের বর্তমানেও খেলার সঙ্গে জড়িত থাকতে হবে ৷ 2021 সালের 1 এপ্রিল পর্যন্ত বা তারপরে সংশ্লীষ্ট খেলার জাতীয় নিয়ামক সংস্থাগুলির স্বীকৃতিপ্রাপ্ত চ্যাম্পিয়নশিপ বা কোনও ইভেন্টে কৃতিত্ব অর্জন করেছেন, এমন ক্রীড়াবিদদের নিয়োগের জন্য বিবেচনা করা হবে বলে জানান হয়েছে রেলের তরফে ৷ 2024 সালের 20 ও 28 জুন, আবেদনকারী ক্রীড়াবিদদের ট্রায়াল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

নির্দিষ্ট বাছাই পদ্ধতি অনুযায়ী, তালিকাভুক্ত যোগ্য প্রার্থীদের সংশ্লিষ্ট খেলায় প্রদর্শন, সাক্ষাৎকার, ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব ও শিক্ষাগত যোগ্যতা ইত্যাদির মূল্যায়নের জন্য ডাকা হবে ৷ সঠিকভাবে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি করতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ৷ স্পোর্টস কোটার এই নিয়োগে যে সব খেলোয়াড়রা নির্বাচিত হবেন, তাঁদের কাছে কেরিয়ারে আরও উন্নতির সম্ভাবনা ও সুযোগ থাকবে বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ৷

আরও পড়ুন:

  1. রেলের পর বেসরকারিকরণের বিরুদ্ধে সরব মেট্রোরেল কর্মচারী সংগঠন
  2. আন্তর্জাতিক জাদুঘর দিবসে মেট্রো-বন্দে ভারত স্থান পেল বিড়লা মিউজিয়ামে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.