বাংলাদেশি সাংসদের দেহাংশ ভাঙড়ের খালে ! পুলিশি তল্লাশিতে আতঙ্কিত এলাকাবাসী - BANGLADESH MP Murder Case

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 11:41 AM IST

Updated : May 24, 2024, 11:58 AM IST

thumbnail
ভাঙড়ের খালে পুলিশি তল্লাশির জেরে আতঙ্কিত স্থানীয়রা (ইটিভি ভিডিয়ো)

বৃহস্পতিবার রাত হয়ে যাওয়ায় শুক্রবার বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিমের দেহ খুঁজতে ফের ভাঙড়ের খালে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নিয়ে তল্লাশি চালাবে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, নিউটাউনে খুন হওয়া বাংলাদেশের সাংসদের দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে ভাঙড়ের খালে ৷ সাংসদ খুনের ঘটনায় অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সেখান থেকে পুলিশ জানতে পারে, মৃতদেহ একাধিক টুকরো করার পর তার কয়েকটি অংশ পোলেরহাট থানার অন্তর্গত ভাঙড়ের জিরানগাছা খালে ফেলা হয়েছে ৷ ঘটনার তল্লাশিতে বৃহস্পতিবার রাতে তদন্তকারী দল সেখানে পৌঁছয় । 

পোলেরহাট থানার পুলিশের সহযোগিতায় বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয় ৷ এদিকে এলাকায় হঠাৎ একসঙ্গে এত পুলিশ দেখে জড়ো হয়ে যায় স্থানীয়রা ৷ পরে জানা যায়, বাংলাদেশি সাংসদের দেহাংশ খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ বৃহস্পতিবার রাতে কিছু না পেয়ে ফিরতে হয়ে তদন্তকারী আধিকারিকদের । তাই শুক্রবার বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নিয়ে ফের ঘটনাস্থলে তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে ৷

Last Updated : May 24, 2024, 11:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.