ETV Bharat / state

Kolkata Road Accident: দশমীর রাতে খাস কলকাতায় বাসের রেষারেষির বলি 3

author img

By

Published : Oct 6, 2022, 11:55 AM IST

Bus Accident
ETV Bharat

বুধবার বিজয়া দশমী ছিল ৷ রাতে শিয়ালদা ব্রিজেবাসের রেষারেষিতে বলি হল 3 জন (3 died on Sealdah Bridge) ৷

কলকাতা, 6 অক্টোবর: বিজয়া দশমীর রাতে খাস কলকাতায় দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল তিনজনের । বুধবার রাতে শিয়ালদার বিদ্যাপতি সেতুতে এই দুর্ঘটনা ঘটে । পুলিশ সূত্রে খবর, বিদ্যাপতি সেতুর উপর দিয়ে দু'টি বেসরকারি একই রুটের বাস রেষারেষি করতে করতে যাচ্ছিল ৷ সেই সময়ে রাস্তা দিয়ে হাঁটছিল অদিতি গুপ্ত (18), নীলেশ গুপ্ত (16) এবং রাহুল কুমার প্রসাদ (30), নন্দিনী প্রসাদ (17), ঋষি গুপ্ত (15), রাহাত গুপ্ত (18) ।

আচমকাই একটি বাস ধাক্কা মারে তাদের । বাস দুর্ঘটনায় আহত অদিতি গুপ্তকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান । পরে রাত দেড়টা নাগাদ এনআরএস হাসপাতালে আরও দু'জনের মৃত্যু হয় । বাকিরা প্রত্যেকে চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

আরও পড়ুন: দশমীর রাতে দু'টি বাইক দুর্ঘটনা, পুরুলিয়ায় মৃত 4 যুবক

গতকাল রাতে শিয়ালদার বিদ্যাপতি সেতুতে এই মর্মান্তিক দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা । আসেন কলকাতা পুলিশের ফ্যাটাল স্কোয়াড (fatal squad) ট্রাফিক পুলিশ বা এফএসটিপির পুলিশ কর্মীরা । ইতিমধ্যে বাসচালককে আটক করা হয়েছে । কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে । স্থানীয় থানার পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের এফএসটিপির আধিকারিকরা । রাস্তা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.