ETV Bharat / state

Purulia Bike Accident: দশমীর রাতে দু'টি বাইক দুর্ঘটনা, পুরুলিয়ায় মৃত 4 যুবক

author img

By

Published : Oct 6, 2022, 11:21 AM IST

Bike Accident in Purulia
ETV Bharat

পুজোর শেষ দিন দশমীতে প্রাণ হারালেন তরতাজা চার যুবক ৷ পুরুলিয়ায় দুটি পৃথক দুর্ঘটনায় চার জন মারা গিয়েছেন ৷ মৃতরা বাইকে করে যাচ্ছিলেন (Purulia Bike Accident) ৷

পুরুলিয়া, 6 অক্টোবর: দশমীর দিনে দু'টি আলাদা বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন ৷ দুর্ঘটনা দু'টি হয় পুরুলিয়ায় ৷ বুধবার রাতে প্রথম ঘটনাটি ঘটেছে 32 নম্বর জাতীয় সড়কের পুরুলিয়া টাটা রোডে । এই ঘটনায় প্রথমে আহত হলেও পরে দুই বাইক আরোহী মারা যান ৷ দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়ার মানবাজার থানা এলাকায় জবলা বাঁধের কাছে (4 person died in Bike Accident) ৷

পুরুলিয়া টাটা রোডে বলরামপুর থানা এলাকায় মালতী গ্রামের অদূরে ঘটা এই দুর্ঘটনায় দুই বাইক আরোহী মারাত্মক ভাবে জখম হন । তাঁদের উদ্ধার করে স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে যায় পুলিশ । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন । জানা গিয়েছে তাঁদের নাম কৃষ্ণ গরাই (25), শম্ভুনাথ গরাই (29) । উভয়ের বাড়ি ঝাড়খণ্ডের নিমডি থানা এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলরামপুর থেকে দুই বাইক আরোহী বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে ।

আরও পড়ুন: দশমীর ভোরে দ্রুত গতির বলি বাইক আরোহী ! জখম যাত্রী

অন্যদিকে পৃথক একটি ঘটনায় গতকাল গভীর রাতে পুরুলিয়ার মানবাজার থানা এলাকায় জবলা বাঁধের কাছে বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে রোডের পাশে পিলারে ধাক্কা মারে একটি মোটর বাইক । তাতে গুরুতর জখম হন দুই যুবক । পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । তাঁদের নাম মনোজিৎ মাহাতো (28) ও পার্থ বাউরি (19) । দু'জনের বাড়ি ওই থানারই যথাক্রমে ধবারডি ও বান্দাগল গ্রামে । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.