ETV Bharat / state

Rajib Banerjee at Domjur : ডোমজুড়ে ‘মীরজাফর’ রাজীবকে ঘিরে তৃণমূলের তুমুল বিক্ষোভ, এলাকা ছাড়লেন প্রাক্তন মন্ত্রী

author img

By

Published : Dec 18, 2021, 3:10 PM IST

tmc workers agitation at domjur as rajib banerjee enters the area
Rajib Banerjee at Domjur : ডোমজুড়ে রাজীবকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ !

ডোমজুড়ে এসে চরম নাকাল হতে হল এলাকার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি ঘুরে তৃণমূলে ফেরা রাজীব বন্দ্যোপাধ্য়ায়কে (Rajib Banerjee at Domjur) ৷ শনিবার তিনি এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের স্থানীয় কর্মী ও সমর্থকরা (TMC Workers Agitation) ! যার জেরে গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে বাধ্য হন রাজীব বন্দ্যোপাধ্য়ায় ৷

হাওড়া, 18 ডিসেম্বর : একুশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দীর্ঘ সাতমাস পর ডোমজুড়ে পা রাখলেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি ঘুরে তৃণমূলে ফেরা রাজীব বন্দ্যোপাধ্য়ায় (Rajib Banerjee at Domjur) ৷ আর তাঁর আসার খবর জানাজানি হতেই শুরু হল তৃণমূলের স্থানীয় কর্মী, সমর্থকদের বিক্ষোভ (TMC Workers Agitation) ! রাজীবকে ঘিরে, ‘‘গদ্দার, মীরজাফর রাজীব বন্দ্যোপাধ্যায় দূর হটো’’ স্লোগান দিলেন তাঁরা ! শেষমেশ বিক্ষোভের মুখে এলাকা ছাড়তে হল রাজ্যের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীকে ৷

আরও পড়ুন : Rajib Banerjee : রাজীবকে স্বাগত অনুব্রতর; জামাই আদর ভুল ছিল, বলছেন অনুপম

শুক্রবার রাতে সলপ-1 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সুবীর ঘোষের মৃত্যু হয় ৷ তিনি জেলা রাজনীতিতে রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন ৷ তাই তাঁর মৃত্যুসংবাদ পেয়ে স্বজনহারাদের কাছে আসতে চেয়েছিলেন রাজীব ৷ সেই সময়েই বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ মাঝরাস্তা থেকেই ফিরে যেতে হয় রাজীবকে ৷ এই ঘটনায় নিঃসন্দেহে অস্বস্তিতে পড়তে হবে তৃণমূল জেলা নেতৃত্বকে ৷

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজীবের তৃণমূলত্যাগ এবং পরবর্তীতে বিজেপিতে যোগদান নিয়ে কম নাটক হয়নি ৷ রাজীবের অভিযোগ ছিল, তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না ৷ এমনকী, তৃণমূলে তাঁর দমবন্ধ হয়ে আসছিল বলেও দাবি করেন একদা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অত্যন্ত প্রিয় রাজীব ৷ তবে গেরুয়া হাওয়ায় গা ভাসালেও বিজেপিতে গিয়ে রাজীবের লাভ কিছুই হয়নি ৷ উপরন্তু, ভোটের ময়দানে নিজের এলাকাতেই তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের কাছে হারতে হয়েছে তাঁকে ৷

আরও পড়ুন : Rajib Banerjee : রাজীবের সেদিন-এদিন

পরবর্তীতে, ত্রিপুরায় গিয়ে আবারও তৃণমূলে ফেরেন রাজীব ৷ কিন্তু, তাঁকে নিয়ে নিচুতলার কর্মীদের ক্ষোভ কমেনি ৷ তাঁদের একটা বড় অংশই রাজীবের বিজেপিতে যোগদান এবং ভোটে হেরে তৃণমূলে প্রত্যাবর্তনকে মেনে নিতে পারেননি ৷ তারই বহিঃপ্রকাশ ঘটল শনিবার ৷ তবে শীর্ষ নেতৃত্ব যেখানে রাজীবকে দলে স্বাগত জানিয়ে তাঁকে স্বীকার করে নিয়েছে, সেখানে একেবারে তৃণমূলস্তরের কর্মীদের এই প্রতিবাদ দলের অন্দরে নতুন করে দ্বন্দ্ব তৈরি করতে পারে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.